গাইবান্ধার জোড়া শিশু ঢাকা মেডিকেলে

0
287
জোড়া শিশু ,ঢাকা মেডিকেলে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন ইউনিয়নে জন্ম নেওয়া জোড়া লাগানো দুই মেয়ে শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে মাসহ তাদের হাসপাতালে আনা হয়। শিশু দুটিকে হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় নবজাতক ওয়ার্ডের ইনকিউবেটরে রাখা হয়েছে।

ওয়ার্ডের সামনে ছিলেন নবজাতকের কৃষক বাবা মো. রাজু মিয়া। মা শহীদা বেগম। ইনকিউবেটরে দেখা যায়, চারটি হাত, চারটি পা ও দুইটি মাথাসহ মাথা ও কোমড়ের সঙ্গে জোড়া লাগানো দুটি মেয়ে শিশু। শিশুরা দুই মুখেই কাঁদছে। চারটি হাত-পা নাড়াচ্ছে।

শিশুদের বাবা রাজু মিয়া জানান, গত ২৯ সেপ্টেম্বর বেলা ১১টায় দহবন ইউনিয়নের তাঁর দুটি সন্তানের জন্ম হয়। জন্ম নেওয়ার পরপর তাদের জোড়া লাগানো অবস্থায় দেখতে পারেন। আস্তে আস্তে গ্রামে জানাজানি হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুরব্বিরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।

নবজাতক ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক জানান, শিশুদের প্রস্রাব পায়খানার রাস্তা একটি। তাঁরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। সার্জারি ওয়ার্ডের চিকিৎসকরাও দেখে গেছেন। পরীক্ষা-নিরীক্ষার পর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক খাজা আবদুল গফুর জানান, নানা ব্যস্ততার কারণে জোড়া লাগানো শিশুদের খবর পাননি। রোববার সকালে শিশুদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

বিঃ দ্রঃ গুরুত্বপূর্ণ হেলথ নিউজ ,টিপস ,তথ্য এবং মজার মজার রেসিপি নিয়মিত আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেজ বিডি হেলথ নিউজ এ ।

আরও পড়ুনঃ   চমকে যাওয়ার মতো কাঠ বাদামের উপকারিতা ও খাওয়ার নিয়ম - নিজেকে রাখুন চিরসবুজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + four =