নারকেলের পানির স্বাস্থ্য উপকারিতা

0
316
নারকেলের পানি

ভালো স্বাস্থ্যের জন্য নারকেলের পানি যেমন উপকারী, তেমনই উজ্জ্বল ত্বক ও বার্ধক্য প্রতিরোধের জন্যও উপকারি এ পানি। প্রচণ্ড রোদে স্বস্তি দিতেও নারকেলের পানি বেশ কার্যকর। দেখে নিন নারকেলের পানি থেকে কী কী উপকার পাওয়া যায়।

হৃদরোগ নিয়ন্ত্রণ
নারকেল হৃদরোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এর পানি নিয়মিত পান করলে আমাদের বাজে কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। যার ফলে হার্টের সমস্যাগুলো প্রতিরোধে সাহায্য করে।

হ্যাংওভার কাটানো
সকাল বেলা খালি নারকেলের পানি পান করে নিন। নিমেষে দূর হয়ে যাবে সবকিছু। শরীরে হাইড্রেট এবং ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখার ফলে চাঙ্গা করে তুলবে আপনাকে।

ওজন কমানো
ওজন কমানোর জন্য রোজ নারকেলের পানি পান করুন। এই পানি লো-ক্যালরি। হজম করতেও দ্রুত সাহায্য করে। তাই রোগা হতে চাইলে অবশ্যই পান করুন নারকেলের পানি।

মাইগ্রেনের ব্যথা উপশম
শরীরে ম্যাগনেশিয়াম কমে গেলে মাইগ্রেনের সমস্যায় পড়তে হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নারকেলের পানি মাইগ্রেন ও সেই সঙ্গে মাথাব্যথা কমাতেও সাহায্য করে।

ব্লাড-সুগার নিয়ন্ত্রণ
নারকেলের পানিতে অ্যামাইনো অ্যাসিড থাকে। যার ফলে ব্লাড-সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে।

বয়স বাড়ার হাত থেকে রক্ষা
নারকেলের পানি নিয়ম করে লাগালে বয়স বাড়ার হাত থেকে রেহাই পাওয়া যায়। এছাড়া বয়সজনিত রোগের উপশমে এর কোনও তুলনা হয় না।

উচ্চ রক্তচাপ কমানো
নারকেলের পানি পটাশিয়াম থাকার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

স্বাস্থ্য রক্ষায় প্রতিদিন ডাবের পানি ও মধু


পি ডি
আরও পড়ুনঃ   গরম দুধের সঙ্গে এক চামচ মধু! ... তারপরই ম্যাজিক!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × four =