যেভাবে দূর করবেন মোজার দুর্গন্ধ!

0
266
mojar durgondho

মোজার দুর্গন্ধ নিয়ে অনেককেই অনেকসময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। বিশেষকরে শীতের দিনে দীর্ঘক্ষণ মোজা পড়ে থাকার কারণে বেশি দুর্গন্ধ দেখা দেয়। আর মোজার আর পায়ের দুর্গন্ধ দূর করতে বা প্রতিরোধ করতে পা ও জুতা-মোজার পরিচ্ছন্নতাই প্রথম কথা। তাই জেনে নিন, মোজার গন্ধ দূর করার কিছু ঘরোয়া পদ্ধতি।

পা পরিষ্কার রাখুন: প্রতিদিন একাধিকবার পা ধুয়ে নিন। সাবান-পানি দিয়ে ধোয়াই ভালো। অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ হলে আরও ভালো।

সাবানের ফেনা: হালকা গরমপানিতে সাবানের ফেনা করে পা ধুয়ে নিন। এতে ত্বকে থাকা জীবাণুর সংখ্যা কমবে।

লেবুর রস: লেবুর রস বা দম দেওয়া ঠাণ্ডা কালো চা পানিতে মিশিয়ে সে পানিতে কয়েক মিনিট পা ভিজিয়ে রাখলে লেবুর রস বা চায়ের এসিড জীবাণু নষ্ট করবে।

শুকিয়ে নিন: জুতা বা মোজা পায়ে দেওয়ার আগে পা ভালো করে শুকিয়ে নিন।

জুতা খুলে রাখুন: দীর্ঘক্ষণ পরে থাকার কারণে জুতার ভেতর পা ভেজা ভেজা লাগলে কিছুক্ষণ জুতা খুলে রাখুন।

সুতি মোজা: সুতির মোজা ব্যবহার করুন। সুতির মোজা পায়ের ঘাম শুষে করে নিতে পারে।

পরিষ্কার মোজা: প্রতিদিন ধোয়া পরিষ্কার মোজা ব্যবহার করুন। খোলা স্যান্ডেল পায়ে দিন।

কাপড়ের জুতা: জুতা যদি পায়ে দিতেই হয়, তাহলে চামড়া বা কাপড়ের জুতা ব্যবহার করুন। এতে বাইরের বাতাস জুতার ভেতর যাওয়া-আসা করতে পারবে, ফলে পা ঘামবে কম।

শুকাতে দিন: বাসায় ফিরে জুতা শুকাতে দিন, এক রাতে ভালোভাবে নাও শুকাতে পারে, রোদে দিন। তাই এক জোড়া জুতাই পর পর দুই দিন পায়ে দেওয়া থেকে বিরত থাকুন।

ট্যালকম পাউডার: জুতার ভেতর ট্যালকম পাউডার, বরিক এসিড পাউডার বা দুর্গন্ধনাশক ব্যবহার করতে পারেন

জেনে নিন পায়ে দুর্গন্ধ এর সমাধান

আরও পড়ুনঃ   পা ফাটা নিরাময়ের সহজ ৩টি উপায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + seventeen =