জেনে নিন মানুষের শরীর সম্পর্কিত কিছু বিস্ময়কর তথ্য

0
1114
শরীর

অনেক আজব মানুষের শরীর। পা থেকে মাথা পর্যন্ত এম অনেক কিছু আছে যা জেনে সত্যিই অবাক হতে হয়।চলুন জেনে নিই মানুষের শরীর সম্পর্কিত কিছু তথ্য।

*পুরুষের থেকে নারী চুল বেশি হারায়। প্রতিদিন পুরুষ হারায় ৪০ টা চুল আর নারী হারায় ৭০ টা চুল।

* মানুষের শরীরের রয়েছে প্রচুর পরিমাণে লবণ। মানুষের শরীরের রক্তে লবণের পরিমান একটা সাগরে থাকা লবনের সমান।

* মানষ রাতের থেকে সকালে তুলনামূলক বেশি লম্বা হয়ে যায়।

* মানুষের শরীরের হৃদপিন্ডের প্রতিদিনের গড় রক্তসঞ্চালনের পরিমাণ ১০০০ বার।

* আমাদের চোখের পাপড়ির আয়ুকাল মাত্র ১৫০ দিন।

* মানুসের চোখের ভ্রুতে চুলের পরিমাণ প্রায় ৫০০ এর মত।

* একজন মানুষের শরীরে গড় নার্ভের পরিমাণ গড়ে প্রায় একশো বিলিয়ন।

* একটা আজব তথ্য, বিশ্বাস না হলে মিলায় দেখেুন।মানুষ চোখ খোলা রেখে কখনই হাঁচিদিতে পারেনা।

* একজন মানুষের শরীরে হাড় জমাট বাঁধা কংক্রিট এর চেয়ে অনেক বেশি শক্ত।

* আমাদের জিহ্বা স্বাদের মুল প্রতি দশ দিন পর পর নষ্ট হতে থাকে।

* বাচ্বাচাদের জন্য বসন্তকালটা অনেক গুরুত্বপূর্ণ্কারণ তারা বসন্তকালীন সময়ে সবচেয়ে বেশি বেড়ে উঠে।

* মানুষের চোখ সারা জীবন একই আকারের থাকে কিন্তু নাক এবং কান একইভাবে বেড়ে উঠে।

* মানুষ  জন্মানোর নময় মাত্র ৩০০ টি হাজ নিয়ে জন্মায় এবং যখন পূর্ণবয়স্ক হই তখন আমাদের হাড় হয়ে যায় ২০৬ টা। * মানুষের  মাথার খুলি ভিন্ন রকমের ২৬ টি হাড় দিয়ে তৈরি।

* হাতের নখের মত পদার্থ দিয়েই তৈরি হয়েছে চুল।

* জেনে অবাক হবেন যে, আমাদের শরীরের ভেতরের সমস্ত যন্ত্রাংশ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়যখন আমরা হাঁচি দেই।ইভেন আমাদের হার্ট ও।

* জিহ্বা শুধু স্বাদ গ্রহণ আর উচ্চারণে নয়, জিহ্বা মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী একটি পেশী।

* স্বাভাবিকবাবে একজন মানুষ দৈনিক ছয়বার বাথরুমে যায়।

* জেনে অবাক হবেন।মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে সময় লাগে মাত্র ৭ সেকেন্ড।

আরও পড়ুনঃ   ত্বকের যত্ন ছাড়াও ভ্যাসলিনের ২২টি ভিন্ন ব্যবহার জেনে নিন

* বাচ্চাদের জিহ্বা স্বাদের মুল পূর্ণবয়স্ক একজন মানুষ থেকে অতি স্বাদ প্রিয়।

* হাঁচির সময় মানুষের নাক দিয়ে বাতাস বের হয় ১০০ কিঃমিঃ বেগে।

* পরীক্সা করে দেখেতে পারেন, আপনি যেই পেশীর উপর বসে থাকেন সেটিই আপনার শরীরের সবচেয়ে বড় পেশী।

* মানুষের দেহের সবচেয়ে ছোট হাড় হলো কানের হাড়।

বিঃ দ্রঃ গুরুত্বপূর্ণ হেলথ নিউজ ,টিপস ,তথ্য এবং মজার মজার রেসিপি নিয়মিত আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেজ বিডি হেলথ নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + seventeen =