চুল গজাতে সাহায্য করে পেয়ারা পাতা!

0
1088
পেয়ারা পাতা

চুল পড়া বন্ধ করা এবং নতুন চুল গজাতে সাহায্য করে পেয়ারা পাতা। পেয়ারা ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটি ত্বকের জন্য বেশ উপকারী। শুধু পেয়ারা নয়, পেয়ারা গাছের পাতা চুলের জন্যও অনেক ভাল। পেয়ারা পাতা চুল পড়া বন্ধ করতে অনেক কার্যকরী।

পেয়ারা পাতায় অ্যান্টি ইনফ্লামেটরী, অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান রয়েছে। এসব উপাদান মাথার তালু সুস্থ রাখতে সাহায্য করে। এমনকি চুলের খুশকি হওয়া রোধ করতেও সাহায্য করে। ভিটামিন সি মাথার তালুতে ফলিক অ্যাসিডের ভারসাম্য বজায় রেখে নতুন চুল গজাতে সাহায্য করে।

যেসব উপাদান প্রয়োজন হবেঃ

১। এক মুঠো পেয়ারা পাতা।
২। এক লিটার বিশুদ্ধ পানি।

পদ্ধতিঃ

১। একটি পাত্রে পানি ফুটিয়ে গরম করে নিতে হবে। এবং পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
২। পানি গরম হয়ে গেলে, এখন পানিতে পেয়ারা পাতা গুলো সিদ্ধ করতে হবে।
৩। পেয়ারা পাতা গুলো ২০ মিনিট ধরে পানিতে ফুটিয়ে নিতে হবে।
৪। ২০ মিনিট পরে পেয়ারা পাতা গুলো নামিয়ে নিন।

ব্যবহার পদ্ধতিঃ

১। প্রথমে চুল ভাল করে শ্যাম্পু করে নিন। চুলে শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করা থেকে বিরত থাকুন।
২। চুল কিছুটা শুকিয়ে গেলে চুল বেনী করে আলাদা করুন। এরপর পেয়ারা পাতা ফুটানো পানি মাথায় ঢালুন।
৩। পানিটি মাথার তালুতে কমপক্ষে ১০ মিনিট ধরে ম্যাসাজ করুন।
৪। মিশ্রণটি চুলে দুই ঘন্টা লাগিয়ে রাখুন। তারপর কুসুম গরম পানি দিয়ে চুলে ধুয়ে ফেলুন।

কার্যকারিতাঃ

পেয়ারা পাতায় প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে যা মাথার তালুর ত্বকে কোলাজেন এর পরিমান বৃদ্ধি করে। পেয়ার পাতায় উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট উপাদান নতুন চুল গজাতে সাহায্য করে। এতে লিকোফেইন নামক উপাদান রয়েছে যা সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি থেকে মাথার তালুকে রক্ষা করে। এছাড়াও পেয়ারা পাতা চুলকে শাইনি, সিল্কি করে তোলে। সূত্রঃ স্টাইল ক্রেইজ।

আরও পড়ুনঃ   সুন্দর ত্বক এবং স্বাস্থ্যজ্জল চুলের রহস্য লুকিয়ে আমলকীতে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + five =