কেমিক্যাল ছেড়ে বাড়িতেই তৈরি করুন লিপগ্লস

0
194
লিপগ্লস

 সুন্দরী কে না হতে চায়! তবে নারী সৌন্দর্য্যের রহস্য লুকিয়ে থাকে তার মসৃন নরম ঠোঁটে। তাই ‍সুন্দর ঠোঁটকে আরও সুন্দর করতে প্রাকৃতিক উপায়ে নিজেই বাড়িতে বসে বানাতে পারেন লিপগ্লস। কেননা বাজার থেকে যেসব লিপগ্লস কিনে ঠোঁটে লাগানো হয় সেগুলো ঠোঁটে বিভিন্ন এফেক্ট আসে। যা খুবই ক্ষতিকর।

সুতরাং ন্যাচারালি ঠোঁটের জন্য নারকেল তেলের সঙ্গে রাম্পাবেরি মিশিয়ে রোজ লাগালে সাত দিনেই এর ফল পাওয়া যাবে। এতে ঠোঁট নরম ও লাল উজ্জ্বল দেখাবে।

তাহলে দেখে নেই কিভাবে সহজেই বাড়িতে বানানো যায় লিপগ্লস-

একটি পাত্রে নারকেল তেল নিন। সেই তেল উষ্ণ করে নিয়ে ঠাণ্ডা করতে হবে। তারপর ঠাণ্ডা রাস্পবেরি সেই তেলে দিয়ে মিশিয়ে নিন। মেশানোর পর সেটি ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিতে হবে। এরপর লিপগ্লস ব্রাশ দিয়ে নিয়মিত সাত দিন ঠোঁটে লাগান। দেখবেন ঠোঁট মসৃন, নরম ও উজ্জ্বল হয়ে উঠেছে।

রাস্পবেরি এক ধরণের লিপস্টিক। এটি  অনেক রকমের হয়, তবে শুধুমাত্র লাল রঙের রাস্পবেরি ঠোঁটের সৌন্দর্য্য বাড়ায়। রাস্পবেরির নাম দক্ষিণের দেশে তেমন পরিচিত নাম নয়, রাশিয়া, পোল্যান্ডের বেশ কিছু জায়গায় রাস্পবেড়ির ফলন হয়। লাল রঙের ঠোঁটের এই প্রাকৃতিক লিপ্সটিক সত্যিই অসাধারণ।

আরও পড়ুনঃ   একবার মাখলেই বয়স কমবে ১০ বছর !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − two =