শরীরের ১৫টি সাধারণ সমস্যা এড়িয়ে গেলে বিপদের ভয়, বলছেন চিকিৎসকরা

0
725
শরীরের সমস্যা , বিপদ,ভয়, চিকিৎসক

আমরা অনেক সময়েই শরীরের কিছু কিছু সমস্যা এড়িয়ে যাই। কিন্তু যা অনেক সময় বড় ধরনের বিপদের কারণ হয়ে উঠতে পারে।

প্রাথমিকভাবে মনে হতে পারে এটা সাধরণ ব্যাপার। কিন্তু ক’দিন পরেই জানা যেতে পারে সেটি কোনও জটিল রোগের প্রাথমিক লক্ষণ। কিন্তু ততক্ষণে সময় চলে গিয়েছে। রোগ বেড়ে গিয়েছে। তাই চিকিৎসকরা বলছেন, কয়েকটি সমস্যাকে সামান্য মনে হলেও সঙ্গে সঙ্গেই চিকিৎসকের কাছে যাওয়া উচিত। অবহেলা করা একেবারেই উচিত নয়।

১। আকস্মিক ওজন কমে যাওয়া
২। দাঁতে যে কোনও সমস্যা
৩। শরীরের কোথাও র‌্যাশ বা চুলকানি
৪। প্রস্রাবে জ্বালা বা রং বদল
৫। পায়ুপথে রক্ত ক্ষরণ
৬। লিখতে গেলে হাতে ব্যথা হওয়া, হাত কাঁপা
৭। হঠাৎ হঠাৎ রেগে যাওয়া
৮। দীর্ঘস্থায়ী খুশখুশে কাশি
৯। অস্বাভাবিক নাক ডাকা
১০। শরীরের কোনও অঙ্গ থেকে হঠাৎ রক্তক্ষরণ
১১। শারীরিক ক্ষমতা কমে যাওয়া বা দুর্বল মনে হওয়া
১২। ঘনিষ্ঠ মানুষদের নাম মনে রাখতে না পারা
১৩। রাতে ঠিক মতো ঘুমোতে না পারা
১৪। টাকা পয়সার হিসাব গোলামাল করে ফেলা
১৫। ঘন ঘন জ্বর হওয়া

চিকিৎসকরা বলছেন, এইসব উপসর্গ একাধিক রোগের পরিণামও হতে পারে। তবে তার মানেই যে একাধিক অসুখ দানা বেঁধেছে, এমন ভাবার কোনও কারণ নেই। অনেক অসুখেরই একাধিক লক্ষণ দেখা যায়। একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এসব সমস্যা চিহ্নিত করা যায়। তাই এইসব লক্ষণকে গুরুত্ব দিয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

পায়ুপথে চুলকানির কারণ ও চিকিৎসা

বিঃ দ্রঃ গুরুত্বপূর্ণ হেলথ নিউজ ,টিপস ,তথ্য এবং মজার মজার রেসিপি নিয়মিত আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেজ বিডি হেলথ নিউজ এ ।

আরও পড়ুনঃ   দাড়ি সম্পর্কিত আটটি অজানা তথ্য যা প্রত্যেক পুরুষের জানা প্রয়োজন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =