যে ৮ ফল দারুণ উপকারী গরমে

0
780
গরমের ফল

গরম কাল মানেই চুটিয়ে আম, জাম, কাঁঠালের সময়। রসালো ফলের গন্ধে আর স্বাদে মাতোয়ারা এই ঋতু। তবে গরমের ফল শুধু সুস্বাদুই নয়, খুব উপকারীও। জেনে নিন গরমের সেরা ৮ ফলের গুণ।
১/ আম – কোলেস্টেরল বশে রাখে আম। সেক্স লাইফ উন্নত করতেও এর জুড়ি মেলা ভার। হার্ট স্ট্রোকের ঝুঁকি কমায়।
২/ কালো জাম – ডায়াবেটিসের জন্য যেমন অব্যর্থ তেমনই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতেও সাহায্য করে কালো জাম।
৩/ কাঁঠাল – কোলন ক্যানসার ও অর্শের মোকাবিলা করতে পারে কাঁঠাল। প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকায় অ্যানিমিয়া, হাড়ের স্বাস্থ্যের জন্য কাঁঠাল খুবই উপকারী।
৪/ লিচু – ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, পটাশিয়াম, কপারের উত্কৃষ্ট উত্স লিচু। প্রত্যেকটাই শরীরের জন্য দারুণ উপকারী।
৫/ তরমুজ – অ্যাস্থমার মোকাবিলা করতে সাহায্য করে তরমুজ। এই রসালো ফল হজমে যেমন সাহায্য করে তেমনই ডিহাইড্রেশনেও দারুণ কাজ দেয়।
৬/ ফুট – রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফুট। অ্যাস্থমার জন্য যেমন উপকারী, তেমনই ত্বক ও চুলের জন্যও ভাল ফুট।
৭/ জামরুল – হজমে যেমন সাহায্য করে তেমনই কোলেস্টেরলেরও খেয়াল রাখে জামরুল। ডায়াবেটিস এমনকী ক্যানসার প্রতিরোধেও উপকারী জামরুল।
৮/ বেল – রক্ত পরিষ্কার করে লিভার ও কিডনি ভাল রাখার পাশাপাশি ম্যালেরিয়া সারাতেও দারুণ উপকারী বেল।

আরও পড়ুনঃ   তরমুজ বিচির আশ্চর্যগুণ-তরমুজের দানা আর ফেলবেন না!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + fifteen =