ব্যবহৃত চা পাতা/টি ব্যাগ ফেলে দিচ্ছেন?

1
384
ব্যবহৃত টি ব্যাগ

ব্যবহৃত টি ব্যাগ কাজে লাগাবেন যেভাবে

চায়ের কাপ থেকে টি ব্যাগ উঠিয়ে ফেলে দিই আমরা। তবে অপ্রয়োজনীয় মনে করে ফেলে দেওয়া এই টি ব্যাগই কিন্তু রূপচর্চাসহ গৃহস্থালি নানা কাজে সাহায্য করতে পারে আপনাকে। বিঃদ্রঃ খোলা চা পাতা হলে পাতলা কাপড়ে/ টিস্যুতে মুড়ে চা পাতা বেঁধে পুঁটলি করেও ব্যবহার করতে পারেন।জেনে নিন ব্যবহৃত টি ব্যাগ কী কী কাজে লাগে-

  • টি ব্যাগ গরম পানিতে ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। পানি ঠাণ্ডা হলে সংরক্ষণ করুন লিকার। শ্যাম্পু করার পর এই লিকার দিয়ে ধুয়ে ফেলুন চুল। চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করবে এটি।
  • ব্যবহৃত টি ব্যাগ থেকে চা পাতা বের করে গাছের গোঁড়ায় দিয়ে দিতে পারেন। চমৎকার সারের কাজ করবে চায়ের পাতা।
  • বাথটাবের পানিতে ১০টি গ্রিন টি ব্যাগ ফেলে রাখুন। তারপর গোসল সেরে নিন। সতেজতা চলে আসবে ঝটপট।
  • থালাবাসন থেকে দাগ উঠছে না? গরম পানিতে কয়েকটি টি ব্যাগ দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পরিষ্কার করুন। উঠে যাবে দাগ।
  • হাত থেকে পেঁয়াজ অথবা রসুনের তীব্র গন্ধ দূর করতে ব্যবহৃত টি ব্যাগ হাতে ঘষে নিন বারকয়েক।
  • ব্যবহৃত টি ব্যাগ ফ্রিজে রেখে দিন। রোদে পুড়ে যাওয়া ত্বকে ঠাণ্ডা টি ব্যাগ ঘষুন। দূর হবে রোদে পোড়া দাগ।
  • ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে টি ব্যাগ ফ্রিজে রেখে দিন।
  • টি ব্যাগ শুকিয়ে গেলে জুতার মধ্যে রেখে দিন। দূর হবে দুর্গন্ধ।
  • টি ব্যাগ থেকে চা পাতা সংগ্রহ করে গাছের গোড়ায় দিতে পারেন। দারুণ জৈব সারের কাজ করবে এটি।
  • টি ব্যাগ পানিতে ভিজিয়ে রাখুন ঘণ্টা খানেক। তারপর চায়ের লিকার দিয়ে গার্গল করে নিন। দূর হবে নিঃশ্বাসের দুর্গন্ধ।
  • টি ব্যাগ ফুটন্ত পানিতে দিয়ে লিকার করে নিন। লিকার ঠাণ্ডা হলে কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। চুল ঝলমলে করবে এটি।
  • আয়নায় দাগ পড়ে গেলে ব্যবহৃত টি ব্যাগ ঘষে নিন। উঠে যাবে দাগ।
  • পোকার কামড় বা চুলকানিতে আক্রান্ত ত্বকে টি ব্যাগ চেপে নিন। দূর হবে ইনফেকশন।
  • ব্যবহৃত টি ব্যাগ রোদে শুকিয়ে নিন। শুকনা চায়ের পাতায় সুগন্ধি তেল দিন। বাথরুমে রেখে দিন টি ব্যাগ। এয়ার ফ্রেশনারের কাজ করবে এটি।
  • কুসুম গরম পানিতে টি ব্যাগ দিয়ে পা ভিজিয়ে রাখুন। পায়ের দুর্গন্ধ দূর হবে।
  • ব্যবহৃত টি ব্যাগ ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিন। বাইরে থেকে এসে টি ব্যাগ চোখের উপর দিয়ে রাখুন কিছুক্ষণ। গরমের ক্লান্তি দূর হবে।
  • রোদে পোড়া ত্বকের যত্নেও চায়ের পাতা অতুলনীয়। টি ব্যাগ ঠাণ্ডা করে ত্বকে চেপে নিন। দূর হবে রোদে পোড়া দাগ।
  • টি ব্যাগ পানিতে ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। হালকা লিকার হলে সুতি কাপড় ভিজিয়ে কাঠের আসবাব পরিস্কার করুন। শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন আসবাব।
  • আয়নায় দাগ পড়ে গেলে ব্যবহৃত টি ব্যাগ ঘষে নিন বারকয়েক। উঠে যাবে দাগ।
  • ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে টি ব্যাগ ফ্রিজে রেখে দিন।
আরও পড়ুনঃ   ঘরে বসে ঘি তৈরি করবেন যেভাবে

তথ্যটাইমস অব ইন্ডিয়া  

ব্যবহৃত টি ব্যাগ দিয়ে যে ১৯ টি কাজ করা যায়

1 COMMENT

  1. অনেক উপকারী ও দরকারী একটা আর্টিকল। খুব ভাল লাগলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 11 =