পুরুষদের বিপদের কারণ হতে পারে অন্তর্বাস!

0
2111
পুরুষদের অন্তর্বাস

 আন্ডারওয়্যার ব্যবহার করেন না বর্তমানে এমন কোনো পুরুষ খুঁজে পাওয়া যাবে না বললেও চলে । কিন্তু বেশিরভাগ পুরুষই জানেন না, এই আন্ডারওয়্যারও হতে পারে তাদের ক্ষতির কারণ।

অন্তর্বাস যেটাই হোক না কেন, সেটা ব্যবহার করবেন সঠিক সাইজের। এমনকি গেঞ্জিটাও খুব বেশী ঢিলেঢালা বা টাইট ব্যবহার করবেন না। ভুল মাপের অন্তর্বাস পরিধান করলে যে উদ্দেশ্য আপনি অন্তর্বাস পরেন, সেটিই পূরণ হয় না। গোপন অঙ্গ প্রয়োজনীয় সাপোর্ট পায় বেশী ঢিলেঢালা হলে এবং বেশী টাইট হলে অধিক চাপে দেহের ক্ষতি হয়। এছাড়া এর ফলে আপনার ওজনটাও বেশী দেখা যায়!

সম্প্রতি বিভিন্ন গবেষনায় দেখা গেছে,আন্ডারওয়্যার থেকে শুক্রাশয়ের অ্যালার্জি ও ব্যাথা হয়৷ অনেক সময়ই পুরুষ অন্ডকোষের ব্যাথায় ভোগে। কিন্তু সে জানে না, কেন এই সমস্যা হচ্ছে। সাধারণত ২০ থেকে ৪০ বছরের মাঝের পুরুষদের এই সমস্যা বেশি হয়।

লন্ডনের হুইটিংটন হসপিটাল এবং দ্য হার্লে স্ট্রিট ডার্মাটোলজি ক্লিনিকের ডার্মাটোলজিস্ট কনসালটেন্ট অ্যাডাম ফ্রেইডম্যান বলেছেন, কুঁচকির অ্যালার্জি সাধারণত ‘জক ইচ’ নামে পরিচিত।‘জক ইচ’ সাধারণত ফাংগাল ইনফেকশনের কারণে হয়ে থাকে। গ্রীষ্মেই এর প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। কারণ তখন একদিকে ঘাম হয়, অপরদিকে কাজের সুবাদে দীর্ঘক্ষণ পুরুষকে প্যান্ট পরে থাকতে হয়।

এই সমস্যা থেকে বাঁচার উপায়-

১। এই ধরণের সমস্যা থেকে বাঁচতে আন্ডারওয়্যারের মতো আঁটসাঁট পোশাক না পরা উচিত৷ এমন প্যান্ট এবং আন্ডার-প্যান্ট ব্যবহার করা উচিত, যা ঘাম শোষন করে। এ তালিকায় অবশ্যই সিল্ক, নাইলন এবং লাইক্রা জাতীয় কাপড় পরিহার করা উচিত সবার।

২. ঢিলেঢালা আন্ডার-প্যান্ট ব্যবহার করে, এই সমস্যা থেকে অনেকাংশেই রেহাই পাওয়া যেতে পারে।

পুরুষদের শুক্রাণু রক্ষায় আসছে ‘সুপারহিরোদের অন্তর্বাস’

মোবাইল ফোন ও ল্যাপটপের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কারণে শুক্রাণুর ক্ষতি হয়। যুক্তরাজ্যের গবেষকেরা শুক্রাণুর ক্ষতি ঠেকাতে বিশেষ এক ধরনের কাপড় ও তন্তু দিয়ে অন্তর্বাস তৈরি করেছেন। তাঁদের দাবি, এই অন্তর্বাস ওয়াই-ফাই সমর্থনকারী যন্ত্র যেমন-স্মার্টফোন ও ল্যাপটপ থেকে নির্গত তড়িচ্চুম্বকীয় বিকিরণ ৯৯ দশমিক নয় শতাংশ পর্যন্ত আটকে দিতে পারে। তাঁরা এই অন্তর্বাসের নাম দিয়েছেন ‘ওয়্যারলেস আর্মার’। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ

আরও পড়ুনঃ   পুরুষত্বের সমস্যা সমাধানে…

যুক্তরাজ্যের গবেষক জোসেফ পারকিনস এই অন্তর্বাস তৈরি করেছেন। তিনি এই প্রকল্প সফল করতে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে প্রচার চালিয়ে তহবিল সংগ্রহ করেন।
এই অন্তর্বাসকে স্যার রিচার্ড ব্র্যানসন নাম দিয়েছেন ‘সুপারহিরোদের অন্তর্বাস’। এটি তৈরিতে কাপড়ের সঙ্গে বিশুদ্ধ রুপার তন্তু ব্যবহার করা হয়েছে। এতে তড়িচ্চুম্বকীয় বিকিরণ বাধাগ্রস্ত হয় এবং শুক্রাণুর ক্ষতি করতে পারে না।

গবেষকেরা পরীক্ষা করে দেখেছেন, ওয়্যারলেস আর্মারের রেডিয়াটেক্স ফেব্রিক ১০০ মেগাহার্টজ থেকে দুই দশমিক ছয় গিগাহার্টজ পর্যন্ত বিকিরণ ৯৯ দশমিক নয় শতাংশ পর্যন্ত প্রতিরোধ করতে পারে। এ ছাড়াও এই অন্তর্বাস ব্যাকটেরিয়া প্রতিরোধী।

গবেষক পারকিনস বলেন, ‘আর সবার মতো আমার ক্ষেত্রেও সাম্প্রতিক সময়ে স্মার্টফোন ও ল্যাপটপের ব্যবহার বেড়ে গেছে। এখন প্রচুর তড়িচ্চুম্বকীয় বিকিরণের সামনে উন্মুক্ত হয়ে পড়ছি। কুঁচকি এলাকায় তার প্রভাব পড়ছে বেশি। পদার্থবিজ্ঞানে পড়াশোনার কারণে খুব সহজেই এ সমস্যার সমাধানের পথটি জানা ছিল।’

 অবশ্য স্মার্টফোনের ব্যবহারের ফলে শুক্রাণুর ক্ষতির বিষয়টি নিয়ে এখনো বিতর্ক রয়েছে। তবে এক্সটার বিশ্ববিদ্যালয়ের গবেষকেদের সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে, শুক্রাণুর স্বাস্থ্যের সঙ্গে তড়িচ্চুম্বকীয় বিকিরণ বিষয়টির সম্পর্ক রয়েছে।

 আর্জেন্টিনার গবেষকেদের করা এক গবেষণার ফল বলছে, ওয়াই-ফাই সুবিধার ল্যাপটপের কাছে চার ঘণ্টা থাকা মানে ২৫ শতাংশ শুক্রাণুর মৃত্যু। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ক্যানসারের জন্যও দায়ী এই বিকিরণ।

যুক্তরাজ্যে ২৪ থেকে ৩৫ পাউন্ড দামে ওয়্যারলেস আর্মারের ওয়েবসাইট থেকে এই অন্তর্বাস বিক্রি হচ্ছে।

শুক্রাণু কমে যাওয়ার কারণ-যেসব বদভ্যাস শুক্রাণুর ক্ষমতা কমিয়ে দেয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 2 =