নিয়ম না মানলে বেসরকারি মেডিক্যাল বন্ধ করে দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

0
315
স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মেডিক্যাল কলেজ কোন চাইনিজ রেস্টুরেন্ট নয়। এখানে জনস্বার্থ জড়িত। যেভাবে খুশি সেভাবে মেডিক্যাল কলেজ চালানো যাবে না। যারা নিয়ম মেনে বেসরকারি মেডিক্যাল কলেজ চালাতে পারবেন না, তারা বন্ধ করে দিন। নইলে সরকার বন্ধ করে দিতে বাধ্য হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজিস অ্যান্ড ইউরোলজিতে গতকাল বুধবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ক্ষেত্রে বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) প্রথম প্রকল্প ‘এনআইকেডিইউ-সান্ডুর’ ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চিকিত্সকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্য সেবা নিয়ে রাজনীতি করবেন না। কারো রাজনীতি করার ইচ্ছা থাকলে রাজনীতির মাঠে যান। সরকারি হাসপাতালে বেশি সময় দেবেন। যাতে দেশের সাধারণ মানুষদের বেশি সেবা দিতে পারেন। মন্ত্রী বলেন, কিডনি রোগ এমন একটি রোগ যা ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। হাজার হাজার মানুষ ডায়ালাইসিসের অভাবে মৃত্যুবরণ করে। সম্পদের সীমাবদ্ধতার কারণে আমরা সাধারণ মানুষকে পর্যাপ্ত ডায়ালাইসিস সেবা দিতে পারতাম না। তবে সেই সমস্যার সমাধান হয়ে গেছে।
তিনি বলেন, পিপিপির মাধ্যমে কিডনি হাসপাতালে ৭০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের কাজ চলছে। ইতিমধ্যে ১৪টি স্থাপন হয়েছে। এসব মেশিনে মাত্র চারশ টাকায় রোগীরা ডায়ালাইসিস করাতে পারবেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের কিডনি রোগীদের চিকিত্সা সেবা বাড়াতে এই হাসপাতালকে আরো সম্প্রসারনের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি এসব কাজ দ্রুত সম্পন্ন হবে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজিস অ্যান্ড ইউরোলজি’র পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল হুদা লেলিনর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিপিপি অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফসার এইচ উদ্দিন, সান্ডুর ডায়ালাইসিস সার্ভিসেস বাংলাদেশ প্রাইভেট লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব সিন্ধী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনের ফাস্ট সেক্রেটারি প্রসন্য মুখার্জি প্রমুখ।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল বিকালে গ্রাম পর্যায় পর্যন্ত পরিবার পরিকল্পনা কার্যক্রমের সামগ্রী এবং মা ও শিশু স্বাস্থ্যের ওষুধ মজুদের ডিজিটাল মনিটরিং ব্যবস্থার উদ্বোধন করেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর রাজধানীর এক হোটেলে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ওয়াহিদ হোসেন এনডিসির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এছাড়াও স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

বিঃ দ্রঃ গুরুত্বপূর্ণ হেলথ নিউজ ,টিপস ,তথ্য এবং মজার মজার রেসিপি নিয়মিত আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেজ বিডি হেলথ নিউজ এ ।

ইত্তেফাক/এএন
আরও পড়ুনঃ   ১০০ সিগারেটের সমান একটা মশার কয়েল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + eleven =