নারীর জন্য ক্ষতিকর চার অভ্যাস

0
442
নারীর জন্য ক্ষতিকর অভ্যাস

সৌন্দর্য বাড়াতে বা নিজেকে আকর্ষণীয় করতে নারীরা অনেক সময় কিছু ভুল বিষয় করে থাকেন।এতে স্বাস্থ্য সমস্যা হওয়ার ঝুঁকি বাড়ে। যেমন, ক্র্যাশ ডায়েটের কথাই ধরুন। ওজন কমাতে ক্র্যাশ ডায়েট করে থাকেন অনেকে। তবে এটি স্বাস্থ্যের জন্য মোটেও ভালো কিছু নয়। এমনই আরো কিছু ভুল অভ্যাস রয়েছে যেগুলো স্বাস্থ্যের জন্য অপকারী।

নারীদের স্বাস্থ্যের ক্ষতি করে এমন কিছু ভুল অভ্যাসের কথা নিচে উল্লেখ করা হল ।

১.ধূমপান নারীর জন্য বেশি ক্ষতিকর

২. ক্র্যাশ ডায়েট

যখন একটি পুরোনো জামা শরীরে আঁটসাঁট হয়ে যায়, তখন নারীরা সাধারণত ভীতু হয়ে পড়ে। ওজন কমানোর জন্য একটি তোরজোর শুরু হয়ে পড়ে তখন। ওজন কমাতে তখন অনেকেই ক্র্যাশ ডায়েট শুরু করেন। সকালের নাস্তা বাদ দেওয়া বা সারাদিন ভারী খাবার না খেয়ে খালি তরল খাবার খাওয়া শুরু হয়ে যায়। তবে ক্র্যাশ ডায়েট শরীরের জন্য বেশ ক্ষতিকর। এতে শরীরে পুষ্টি ও মিনারেলের ঘাটতি হয়। সঠিক নিয়ম না মেনে ডায়েট করলে শরীরের ক্ষতি হয়।

 ৩. অন্তর্বাস

অনেকেই খুব আটশাঁট অন্তর্বাস ব্যবহার করেন। এ ছাড়া রাতে অন্তর্বাস খুলে না ঘুমানো আরেকটি অস্বাস্থ্যকর অভ্যাস। আঁটসাঁট অন্তর্বাস ব্যবহার করলে রক্ত চলাচল কমে যায়। এতে একপর্যায়ে  পিঠ ও ঘাড় ব্যথা করে।

৪. উঁচু হিল

অনেকেই হাই হিল বা উঁচু হিল পরতে পছন্দ করেন। তবে বেশি উঁচু হিল পরাও কিন্তু স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। এটি হাটু ও গোড়ালিতে সমস্যা করে। এমন জুতা পরুন যেটি পায়ের জন্য স্বস্তিদায়ক।

আরও পড়ুনঃ সুস্বাস্থ্যের জন্য যে ৫টি অভ্যাস বদলে ফেলা উচিৎ নারীদের

আরও পড়ুনঃ   লিউকোরিয়া বা সাদাস্রাবজনিত সমস্যা সমাধানের কয়েকটি ঘরোয়া উপায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + thirteen =