ত্বক ও চুলের যত্নে জলপাইয়ের তেলের ব্যবহার

0
352
জলপাইয়ের তেলের ব্যবহার
ত্বক ও চুলের যত্নে জলপাইয়ের তেলের ব্যবহার

আমরা সব সময় চাই, আমাদের ত্বক ও চুল একদম ঠিকঠাক থাকুক। আর ত্বক ও চুলের যত্নে প্রাকৃতিক জিনিস পছন্দ করেন অনেকে। জলপাইয়ের তেল এমন একটি উপাদান, যেটি ত্বক ও চুল উভয়ের যত্নেই কাজ করে।

জলপাইয়ের তেল চুল পড়া কমাতে সাহায্য করে। চুলের গোড়া মজবুত করে। এর মধ্যে থাকা অ্যান্টিএইজিং উপাদান ত্বকের তারুণ্য ধরে রাখতে কাজ করে।

চুল ও ত্বকের যত্নে কীভাবে জলপাইয়ের তেল ব্যবহার করবেন, এ বিষয়ে জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

চুলের জন্য
জলপাইয়ের তেল ও ডিমের মাস্ক
জলপাইয়ের তেল ও ডিমের মাস্ক চুল পড়া কমায়, চুলের বৃদ্ধি ভালো করে।

উপাদান 
• ১/২ কাপ জলপাইয়ের তেল
• এক চা চামচ মধু
• একটি ডিমের কুসুম

প্রণালি 
১. সব উপাদান একটি পাত্রের মধ্যে মেশান।
২. মিশ্রণটি চুলে মেখে আধা ঘণ্টা রেখে দিন।
৩. এবার হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

ত্বকের জন্য
জলপাইয়ের তেল ত্বকের প্রদাহ ও ব্রণ কমাতে সাহায্য করে।

উপাদান
* দুই চা চামচ জলপাইয়ের তেল
* ১/৩ কাপ দই

প্রণালি
১. একটি পাত্রে উপাদানগুলো মেশান।
২. মুখ ভালোভাবে পরিষ্কার করে মিশ্রণটি মাখুন।
৩. ১৫ মিনিট এভাবে রেখে দিন।
৪. এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন

আরো পড়ুনঃ

টক-মিষ্টি জলপাইয়ের আচার

আরও পড়ুনঃ   চুল পড়া রোধে ঘরোয়া পদ্ধতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + nineteen =