টেলিহেলথ / টেলিমেডিসিন কি?

0
678
টেলিহেলথ ,টেলিমেডিসিন

টেলিযোগাযোগ ( অন লাইন ভিডিও/ লাইভ টেলিকাস্ট)  প্রযুক্তি ব্যাবহার করে  স্বাস্থ্য সংক্রান্ত সেবা ও তথ্য সরবরাহের মাধ্যমে দূরবর্তী অবস্থানে স্বাস্থ্যসেবা আদান/প্রদানের অত্যাধুনিক মাধ্যম হচ্ছে টেলিহেলথ /   টেলিমেডিসিন।

শুধুমাত্র বিদেশেই নয় টেলিমেডিসিন পদ্ধতিতে বাংলাদেশের প্রত্যন্ত এলাকার চিকিৎসক সরাসরি দেশের দূরবর্তী যে কোন স্থানের বিশেষজ্ঞের কাছে রোগবৃত্তান্ত , ল্যাব রিপোর্ট যেমন ইসিজি, এক্সরে, হিস্টোপ্যাথোলজি, আল্ট্রা সনোগ্রাম এমনকি রোগীর হার্ট ও ফুসফুসের শব্দও ইন্টারনেটের মাধ্যমে পাঠিয়ে পরামর্শ নিতে পারবেন। এর ফলে রোগীদের বিদেশে যাবার প্রয়োজন যেমন কমে যাবে, তেমনি বাঁচবে মূল্যবান বৈদেশিক মুদ্রা।

ইউরোপ, আমেরিকা, কানাডা, সিংগাপুর এমন কি ভারতেও আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যা অভূতপূর্ব প্রশংসার সাথে সমাদৃত।

টেলিহ্যালথ এর মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা যেমন সহজলভ্য হয়, তেমনি অসুস্থ্য একজন রোগীর অহেতুক দৌড়ঝাঁপের মত ঝামেলাও এড়ানো সম্ভব হয়।

পাশাপাশি নিজস্ব গ্রাম, পাড়া বা মহল্লায় বসেই নিজের সাধ এবং সাধ্য অনুযায়ী স্বাস্থ্য খাতের সর্বোত্তম সেবা গ্রহণের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য এবং বিশস্ত মাধ্যম হচ্ছে টেলিহ্যালথ।

টেলিহ্যালথ সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় কি বলে?

  1. Telehealthis the delivery of health-related services and information via telecommunications technologies.
  1. TeleHealth Services is leading the charge in patient engagement, providing hospitals a range of comprehensive television and interactive patient care technologies. TeleHealth’s advanced solutions for patient-staff engagement deliver powerful interactivity and care plan management tools that help improve outcomes, reduce readmissions, enhance patient satisfaction, and increase workflow efficiencies. TeleHealth offers cutting-edge technologies, with service, installation, and financing options.

টেলিহ্যালথ সম্পর্কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কি বলে?

Telemedicine Service

High quality telemedicine service has been provided in different levels of hospitals all over the country. Among these, there are 2 specialized hospitals (Bangabandhu Sheikh Mujib Medical University and National Institute of Cardiovascular Diseases), 3 district hospitals (Shatkhira, Nilphamari and Gopalganj) and 3 sub-district hospitals (Pirgonj, Dakope and Debhata). Through this service, admitted patients in district and sub-district level hospitals can take suggestions from the doctors of specialized hospitals without need for visiting the higher level hospitals. Besides, web-camera has been given in each sub-district, district, medical college and post-graduate institute hospitals. These hospitals, therefore, can also give tele-medicine service using Skype or any other video conferencing platform. (http://www.dghs.gov.bd  )

বাংলাদেশেও জেলা ও উপজেলা পর্যায়ে ধীরে ধীরে টেলিমেডিসিন চিকিৎসা ব্যবস্থা জনপ্রিয় হচ্ছে৷ ইতোমধ্যেই কিছু হাসপাতাল মোবাইল ফোন বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছে৷ এতে টেলিফোন বা স্কাইপের মাধ্যমে রোগী ও ডাক্তার পরস্পরের সঙ্গে কথাবার্তা বলতে পারেন৷ রোগবিষয়ক তথ্যাবলী ওয়েব ক্যামেরা বা ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়৷ এইভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষজন বিশেষভাব উপকৃত হতে পারেন৷ বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য রাজধানী বা শহরে যাওয়ার প্রয়োজনটা কমে যাবে৷ অচিরেই তথ্যপ্রযুক্তি ভিত্তিক এই চিকিৎসা আরো সম্প্রসারিত করা হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =