চিরতরে ছারপোকা দূর করার দারুণ কার্যকরী একটি উপায় (দেখুন ভিডিওতে)

0
1633
ছারপোকা দূর করার উপায়

নিগার আলম : ছারপোকা কতটা যন্ত্রণাময় তা শুধু মাত্র ভুক্তভোগীরা জানেন। শান্তির ঘুম হারাম করার জন্য একটি ছারপোকা যথেষ্ট। মূলত বিছানা, বালিশ, সোফা এইসকল জিনিসে ছারপোকার উপদ্রব অনেক বেশি হয়ে থাকে। ছারপোকার কামড় থেকে ব্যথা, জ্বালাপোড়া শুরু করে অ্যালার্জির সমস্যাও হতে পারে। তাই বিছানাপত্র থেকে ছারপোকা যত দ্রুত সম্ভব দূর করা উচিত। তবে একবার ঘরে ছারপোকা ঢুকে পড়লে তা দূর করা বেশ কঠিন এই কঠিন সমস্যার সহজ সমাধান রয়েছে। সেই সহজ সমাধানটি দেখে নেওয়া যাক।   

যা যা লাগবে:

পানি

স্প্রে বোতল

ডেটল

ওয়াশিং পাউডার (কাপড় ধোয়ার ডিটারজেন্ট)

যেভাবে তৈরি করবেন:

১। আধা বোতল পানিতে দুই টেবিল চামচ ডিটারজেন্ট মেশান।

২। এতে দুই টেবিল চামচ ডেটল দিয়ে দিন।

৩। সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিন।

৪। এবার ঘরের যে স্থানগুলোতে ছারপোকা রয়েছে সে স্থানগুলোতে এটি স্প্রে করুন।

৫। দেখবেন ছারপোকা সব মারা গেছে।

টিপস:

১। এটি ছাড়াও আপনি বেকিং সোডা অথবা বরিক পাউডার ছিটিয়ে রাখতে পারেন ঘরের বিছানায়, সোফায়। বেকিং সোডা এবং বরিক পাউডারের গন্ধ ছারপোকা সহ্য করতে পারে না। যার ফলে তারা মারা যায়।

২। নিয়মিত বিছানা পরিষ্কার রাখুন।

৩। বিছানার তোষকবালিশসোফার গদিলেপ কম্বল খুব কড়া রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন। এতে করে ছারপোকা খুব দ্রুত পালাবে।

৪। অগোছালো অতিরিক্ত আসবাবপত্রের ঘরে ছারপোকার উপদ্রব সবচাইতে বেশি হয়। তাই ঘর পরিপাটি করে গুছিয়ে রাখুন।

৫। ছারপোকা দূর হয়েছে মনে করে এই কাজগুলো করা বন্ধ করে দেবেন না। সপ্তাহে একবার এই কাজগুলো করতে থাকুন। তা না হলে আবার দেখা দিতে পারে ছারপোকা।

সূত্রএসকেপি ফিটনেস 

সম্পাদনা : রুমানা বৈশাখী 

না বুঝে থাকলে ভিডিও দেখুন

আরও পড়ুনঃ   গরমে যে খাবারগুলো খাওয়া উচিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =