চালের পানি: ত্বক হবে ব্রণমুক্ত ও উজ্জ্বল

0
253
চালের পানি,ত্বক,ব্রণমুক্ত, উজ্জ্বল

ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতে চাইছেন? চাল ভিজিয়ে রেখে পানিটুকু দিয়ে ধুয়ে নিন ত্বক। নিয়মিত এটি ব্যবহারে ত্বক উজ্জ্বল হওয়ার পাশাপাশি দূর হবে ব্রণ ও বলিরেখা।

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন চালের পানি

  • চাল পানি দিয়ে ধুয়ে নিন ভালো করে।
  • একটি পাত্রে পানি দিয়ে চাল ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। পাত্রটি ঢেকে দেবেন।
  • চাল ছেঁকে পানিটুকু সংগ্রহ করুন।
  • কয়েল ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে চালের পানি ব্যবহার করতে পারেন প্রাকৃতিক টোনার হিসেবে।
  • ওটমিল গুঁড়ার সঙ্গে চালের পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি ব্যবহার করুন স্ক্রাব হিসেবে। দূর হবে ত্বকের মরা চামড়া।

ত্বকে চালের পানি ব্যবহার করবেন কেন?

  • সব ধরনের ত্বকের জন্য কার্যকর চালের পানি।
  • ভিটামিন বি১, সি, ই এর পাশাপাশি প্রয়োজনীয় মিনারেল পাওয়া যায় চালের পানি থেকে। এগুলো ত্বক টানটান করার পাশাপাশি লোমকূপ ছোট করতে সাহায্য করে।
  • ত্বকে প্রাকৃতিক জৌলুস নিয়ে আসে এটি।
  • ভিটামিন ও মিনারেলের পাশাপাশি অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে চালের পানিতে। ত্বকের যত্নে অতুলনীয় এগুলো।
  • ব্রণ দূর করতে পারে এই পানি। ব্রণের কারণে ত্বক লালচে হয়ে গেলে চাল পানিতে মুখ ধুয়ে নিতে পারেন। কমে যাবে লালচে ভাব।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট

চুলের যত্ন নেবে চালের পানি

আরও পড়ুনঃ   মাত্র ৩ মিনিটে পেয়ে যাবেন গোলাপি ঠোঁট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × four =