ক্যান্সার-এইচআইভি প্রতিষেধক উদ্ভিদ এশিয়া মহাদেশেই

0
177
উদ্ভিদ

হিমেল: এশিয়া মহাদেশেই রয়েছে মরণ রোগ ক্যান্সারসহ এইচআইভির প্রতিষেধক। সাম্প্রতিককালে একটি গবেষণায় উঠে এসেছে এই তথ্য।

বিজ্ঞানীদের মতে, এশিয়া মহাদেশে এমন একটি গাছের সন্ধান পাওয়া গেছে যা এজিটি ড্রাগের থেকেও বেশি শক্তিশালী। এইচআইভির আক্রমণ প্রতিহত করতে এজিটি ড্রাগ ব্যবহার করা হতো। গুল্ম জাতীয় এক প্রকারের উদ্ভিদ জন্মায় পূর্ব এশিয়ায়। মোট ৪৫০০ টিরও বেশি প্ল্যান্টের উপরে গবেষণা করে জানা গেছে যে এই গাছের নির্যাস থেকে রোধ করা যাবে এইচআইভি।

আমেরিকার শিকাগোর শহরের এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে এই নিয়ে গবেষণা চালিয়েছেন। ভিয়েতনামের রাজধানী শহর হ্যানয়ের এক ন্যাশনাল পার্কে জন্মায় এই বিশেষ প্রকারের উদ্ভিদ। যেগুলি নিয়েই গবেষণা চালিয়েছেন শিকাগোর গবেষকেরা।

এই গুল্মের নির্যাস থেকে শুধুমাত্র ক্যান্সার এবং এইচআইভি রোগ প্রতিরোধ নয় যক্ষ্মা এবং ম্যালেরিয়া রোগ প্রতিষেধক হিসেবেও বিশেষ উপকার দেবে। ন্যাচারাল কম্পাউন্ড নামের একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্র।

বিঃ দ্রঃ গুরুত্বপূর্ণ হেলথ নিউজ ,টিপস ,তথ্য এবং মজার মজার রেসিপি নিয়মিত আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেজ বিডি হেলথ নিউজ এ ।

আরও পড়ুনঃ   ক্যান্সার রোধ করতে খান কাঁকরোল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + three =