কনের গুণ ও বিবাহের উপকার সম্পর্কে জেনে নিন!

0
630
বিবাহ, কনের গুণ ,বিবাহের উপকার ,কুমারী

কোন মেয়েকে বিবাহ করতে হবে!
১। ধার্মীক
২।সুন্দর আকৃতি
৩।নরম ব্যবহার ও ভাল চরিত্রের
৪।যে মেয়ে বেশি সন্তান জন্মদিতে সক্ষম
৫।কুমারী
৬।সম্মানিত বংশ
৭।কম বয়স্ক
৮।যে মহরটা ওই মেয়ের ব্যপারে আদায় করতে পুরুষের জন্য সহজ হয়।

বিবাহের ফায়েদাহ বা উপকার
=================
১।আল্লাহ তা’আলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন মুহাব্বত আর ভালবাসার জন্য,আর এই ভালবাসার ফ্যাক্টরী হল স্ত্রী।
২।নিজের উত্তিজনা বা অন্তরের চাহিদা পূর্ণ করা যায়।
৩।দুই পরিবারের মধ্যো শত্রুতা শেষ হয়ে আন্তরিকতা সৃষ্টি হয়।
৪।নিজের নফস বা অন্তর কে খারাপ কর্ম থেকে খুব সহজে বিরত রাখা যায়।
৫।ভাল সন্তান পৃথিবীতে রেখে গেলে তারা পিতা মাতার জন্য দোয়া করে,আর আল্লাহ তাদের দোয়া কবুল করেন।
৬।শিশু কালে কোন সন্তান মৃত্যু বরণ করলে,তাঁরা পিতা মাতার জন্য কিয়ামতের দিন সুফারিশ করবে,আর আল্লাহ তা’আয়া তাদের সুফারিশ কবুল
করে নিবেন।
৭।ইংরেজিতে স্ত্রী কে Wife বলা হয়।তাঁর মধ্যে W দ্বারা Wonderful এর দিকে ইঙ্গিত করা হয়েছে।আয় I দ্বারা Instrment এর দিকে।আর F দ্বারা
For এর দিকে।আর E দ্বারা Enjoyment এর দিকে।সব মিলে অর্থ হয় :-হাসি খুশির যত জিনিস আছে তাঁর মধ্যে সব চেয়ে আশ্চার্য জিনিস হল নিজের স্ত্রী।
আমাদের করণীয় :-
যে ব্যক্তি স্ত্রী কে খাবার এবং পোশাক দিতে সক্ষম আছে,এবং ব্যাভিচার করার ভয় নেই,তাঁর জন্য বিবাহ করা সুন্নত।আর যার ব্যাভিচার করার প্রবল ধারণা হয়।তাঁর বিবাহ করা ওয়াজীব তথা আবশ্যক।

বিঃ দ্রঃ গুরুত্বপূর্ণ হেলথ নিউজ ,টিপস ,তথ্য এবং মজার মজার রেসিপি নিয়মিত আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেজ বিডি হেলথ নিউজ এ ।

আরও পড়ুনঃ   বিয়ের আগে ছেলেদের যে কাজগুলো অবশ্যই করা উচিৎ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 7 =