ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বজ্রপাতে দুইজনের মৃত্যু

0
172
মেডিকেল কলেজ হাসপাতাল, বজ্রপাত,মৃত্যু

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকের সামনে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন-মৌলভীবাজারের বর্শীজোড়া গ্রামের চাঁদনীঘাটের তাজ উল্লাহর ছেলে টিপু সুলতান ও সুনামগঞ্জের ছাতক উপজেলার সোনালি বাংলাবাজারের বাওয়নজেরী গ্রামের সোনাফর আলীর ছেলে তকদ্দুস আলী।
রবিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ডের ভেতর দুই ব্যক্তি দাঁড়িয়ে গল্প করছিলেন। এসময় বজ্রপাত হলে তারা মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে আশপাশের লোকজন তাদেরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, সকালে হাসপতালের ইমার্জেন্সি ফটকের সামনে দু’জন বসে ছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

বিঃ দ্রঃ গুরুত্বপূর্ণ হেলথ নিউজ ,টিপস ,তথ্য এবং মজার মজার রেসিপি নিয়মিত আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেজ বিডি হেলথ নিউজ এ ।

আরও পড়ুনঃ   রোগের অপর নাম কম্পিউটার!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + 19 =