ওষুধ নয়, চেহারায় বয়সের ছাপ পড়বে না এই ফল খেলে!

0
1072
বয়সের ছাপ

ডালিম বা বেদানা। এই ফলটা আমরা হামেশাই খেয়ে থাকি। কিন্তু এই ফলের যে কত উপকারিতা রয়েছে তা বেশিরভাগ মানুষই জানেন না। সমীক্ষকেরা জানিয়েছেন যে, এই ডালিম বা বেদানায় এমন কিছু উপাদান রয়েছে, যা আমাদের পেশির শক্তি বাড়ায়। এবং এই উপাদান আমাদের চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না।

একটু বয়স হলেই তার ছাপ চেহারায় পড়তে দেখা যায়। মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা খুব দেখা যায়। তাই মেয়েদের ক্ষেত্রে ডালিম খুবই উপকারী একটি ফল। ডালিমের রসে উরোলিথিন এ-র অণু থাকে। এই অণু আমাদের শরীরের মাইক্রোবসের দ্বারা রূপান্তরিত হয়। এবং তা আমাদের পেশিকে আরও শক্তিশালী করে তোলে। এর ফলে পেশি বৃদ্ধি পায়। এবং তা আমাদের শরীরে বয়সের ছাপ ফেলতে দেয় না।

Jhumur Das

অসময়ে কেন চেহারায় পড়ছে বয়সের ছাপ?

বিঃ দ্রঃ গুরুত্বপূর্ণ হেলথ নিউজ ,টিপস ,তথ্য এবং মজার মজার রেসিপি নিয়মিত আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেজ বিডি হেলথ নিউজ এ ।

আরও পড়ুনঃ   কুচকে যাওয়া চামড়া টানটান করার সহজ পদ্ধতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − fourteen =