অ্যান্টিবায়োটিক বেশি ব্যবহার ক্ষতিকর

0
184
অ্যান্টিবায়োটিক ক্ষতিকর
অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার এবং অপব্যবহার শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা হ্রাসের প্রধান কারণ। এটা ধীরে ধীরে মানব স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ কথা বলেন।
রবিবার রাজধানীতে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তারা বলেন, ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া কারো অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত না। এর যথেচ্ছ ব্যবহার মানব শরীরে অনেক ধরনের রোগ সৃষ্টি করতে পারে। এজন্য তারা ‘অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ওপর সচেতনতা সৃষ্টি’র ওপর গুরুত্ব আরোপ করেছেন।
অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালনের অংশ হিসাবে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) তাদের সংগঠনের সম্মেলন কক্ষে এই মিট দ্য প্রেস-এর আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিআইপিআরবি-এর নির্বাহী পরিচালক প্রফেসর এ কে এম ফজলুর রহমান, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. ফাহমিদা বেগম, একই প্রতিষ্ঠানের অর্থোপেডিক বিভাগের প্রধান প্রফেসর ডা. শাকিল আক্তার। এতে সভাপতিত্ব করেন বারডেম-এর ক্লিনিক্যাল ফার্মাকোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. আফসানা করিম।-বাসস।

অ্যান্টিবায়োটিকের মতই কাজ করবে ঘরোয়া এই উপাদানগুলো!

আরও পড়ুনঃ   চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ইয়োশিনরি ওহসুমি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + fifteen =