১ মিনিটেই ঘুম আসবে শিশুর চোখে (ভিডিও)

0
375
শিশুর ঘুম

শিশুকে ভালোবাসে না জগতে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।

শিশুর আগমনে সংসার পরিপূর্ণ হয়, এমন কথারও বিরোধিতা করার লোক পাওয়া যাবে না।

সে রত্নের হাসি-কান্না দেখে দিন কেটে যায়। কিন্তু রাতে যদি সে আপনাকে ঘুমোতে না দেয় তবে কেমন হবে?

গবেষণায় দেখা গেছে, ৫ বছরের শিশু তার বাবা-মা অথবা অভিভাবকের অন্তত এক বছরের ঘুম কেড়ে নেয়। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে রাতে ঘুমোতে যাবেন আপনার শিশুর কান্নাকাটিতে সে উপায় আর থাকে না।

সারাদিন সংসার ঠেলে ক্লান্ত, এবার ঘুমোবেন। কোথায় কী, সে তো এখনও জেগে। শত চেষ্টার পরেও সে ঘুমোচ্ছে না। তাহলে উপায় কী। মাত্র এক মিনিটেই ঘুম পাড়াতে পারবেন আপনার শিশুকে। তেমন এক পদ্ধতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। নিচের ভিডিওতে দেখে নিন ঘুম পাড়ানোর উপায়টি।

বাচ্চাদের সুজি খাওয়ানো কি ভালো?

আরও পড়ুনঃ   নরমাল ডেলিভারি বনাম সিজারিয়ান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − nine =