সুগন্ধ শুঁকলেই বাড়বে স্মৃতিশক্তি!

0
196
lavender-oil-fragrances

৬৫ বছরের বেশি বয়সী ১৫০ জন মানুষের ওপর রোজমেরি আর ল্যাভেন্ডার তেলের সুগন্ধের প্রভাব পরীক্ষা করে ইতিবাচক ফল লাভ করেছেন গবেষকরা। বয়সের কারণে স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গেছে, গন্ধ শুঁকেই স্মৃতিশক্তিজনিত সেই সমস্যার সমাধান সম্ভব।

ইংল্যান্ডের নর্দাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একটি দল এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তাদের গবেষণা কেন্দ্রীভূত ছিল যা ঘটতে চলেছে আর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ শেষ করার দায়িত্বসংক্রান্ত স্মৃতির বিষয়ে।

গবেষকরা সমীক্ষা চালিয়ে দেখেছেন, রোজমেরি আর ল্যাভেন্ডারের তেলের সু‌গন্ধ আঘ্রাণে বেড়ে যায় বয়স্ক মানুষদের স্মৃতিশক্তি। ৬৫ বছরের বেশি বয়সী ১৫০ জন মানুষের ওপর রোজমেরি আর ল্যাভেন্ডার তেলের সুগন্ধের প্রভাব পরীক্ষা করে ইতিবাচক ফল লাভ করেছেন তাঁরা। তবে স্মৃতির ওপর এই জাতীয় সুগন্ধের প্রভাব কতটা স্থায়ী হবে সেই বিষয়ে এখনও কোনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি গবেষকরা।

-এনায়েত করিম

সাবধান: ভিটামিন ডি-এর ঘাটতি হলেই কিন্তু কমবে স্মৃতিশক্তি!

আরও পড়ুনঃ   ওষুধের কাজ করে কলা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − one =