সাবান বা ফেসওয়াশ ছাড়াই ত্বক পরিষ্কার করার ৫ উপায়

0
1072
সাবান বা ফেসওয়াশ

সাধারণত ত্বক পরিষ্কার করতে আমরা সাবান, ফেসওয়াশ ব্যবহার করি। কিন্তু আপনি জানেন কি সাবান ও ফেসওয়াশ ছাড়াও ত্বক পরিষ্কার করা যায়। অনেকের আবার সাবানের ক্ষারে ত্বকে অ্যালার্জি দেখা দেয়। এসব সমস্যার সমাধানে প্রাকৃতিক উপাদানের সাহায্যেই পরিষ্কার করতে পারেন ত্বক।

আসুন জেনে নিই কিভাবে পরিষ্কার করবেন আপনার ত্বক-

মধু

ত্বকে সরাসরি মধু লাগিয়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক পরিস্কার হওয়ার পাশাপাশি নরম ও কোমল হবে ত্বক।

দুধ

ত্বকের মরা চামড়া দূর করে দুধ। কাঁচা দুধ ব্যবহার করুন ক্লিনজার হিসেবে। এটি ত্বক পরিস্কার করার পাশাপাশি ত্বকে নিয়ে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।

চিনি

চিনির সঙ্গে অ্যালোভেরার জেল মিশিয়ে ত্বকে লাগান। ত্বক পরিষ্কার হবে।

পেঁপে

পাকা পেঁপে চটকে মধু মেশান। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। দূর হবে ত্বকের ময়লা। সেই সঙ্গে চটজলদি উজ্জ্বল হবে ত্বক।

নারিকেল তেল

ত্বকে নারিকেল তেল ম্যাসাজ করুন। এটি মুখ পরিষ্কার ও করবে, মেকআপ রিমুভার হিসাবে কাজ করবে, ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করবে।

সূত্রঃ যুগান্তর

আরও পড়ুনঃ   সাবান দিয়ে হাত ধোয়া কখন জরুরি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − three =