রক্ত নেওয়ার আগে সতর্কতা: ডা. এ বি এম আব্দুল্লাহ

0
485
রক্ত নেওয়ার আগে

ডা. এ বি এম আব্দুল্লাহ: রক্ত দেহের জন্য অপরিহার্য। কখনো কখনো দেহে রক্তের অভাব হলে রক্ত নেওয়ার প্রয়োজন পড়ে। তবে এর আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। 

• রক্ত দেওয়ার আগে প্রয়োজন রক্তের গ্রুপ ঠিক রয়েছে কি না, দেখে নেওয়া। 

• অপরিচিত পেশাদার রক্তদাতার রক্ত না নেওয়া। পেশাদার রক্তদাতারা অনেকেই মাদকাসক্ত, দেহে দেহে বহন করে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইডসসহ বিভিন্ন প্রাণঘাতী জীবাণু ও সংক্রামক ব্যাধির জীবাণু। তাই সবচেয়ে ভালো নিজস্ব আত্মীয়, বন্ধুবান্ধব বা পরিচিত সুস্থ-সবল লোকের রক্ত নেওয়া। 

• স্ক্রিনিং টেস্টের মাধ্যমে রক্তদাতার এইচবিএসএজি, এইচসিভি, এইচআইভি ইত্যাদি পরীক্ষা করে নেওয়া জরুরি। 

মনে রাখা প্রয়োজন যে রক্তের অভাব এবং অনিরাপদ রক্ত—দুটোই জীবনের জন্য সমান হুমকি। তাই রক্তের বিকল্প শুধু রক্ত নয়, বরং ‘নিরাপদ রক্ত’।

রক্তদাতা সম্পর্কে কিছু কথা
নিরাপদ রক্ত সঞ্চালনের জন্য রক্তদাতা নির্বাচন জরুরি। রক্তদাতা অবশ্যই হবেন সুস্থ-সবল দেহের অধিকারী এবং স্বেচ্ছাপ্রণোদিত। রক্তদাতা নির্বাচনের সময় কিছু কিছু জিনিস জানা উচিত বা পূর্বশর্ত হিসেবে খেয়াল রাখতে হবে।

• তার সঙ্গে আলোচনা করা।

• রোগের ইতিহাস জিজ্ঞাসা করা।

• অরক্ষিত যৌন মিলন সম্পর্কে জানা।

• বিদেশে ভ্রমণের ইতিহাস জানা।

এ ছাড়া কতগুলো বিষয় ঠিক রাখতে হবে। যেমন :

• রক্তদাতার বয়স ১৮ থেকে ৬০ বছর।

• রক্তচাপ স্বাভাবিক থাকবে।

• শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকতে হবে।

• পালস ৬০ থেকে ১০০ প্রতি মিনিটে হবে।

• ওজন ৫০ কেজির মতো হতে হবে।

লেখক : ডিন, মেডিসিন বিভাগ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। 

অন্যকে রক্ত দেওয়ার আগে কী করবেন? এই ৫টি বিষয় অবশ্যই মাথায় রাখবেন

আরও পড়ুনঃ   নিয়ম না মানলে বেসরকারি মেডিক্যাল বন্ধ করে দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × two =