ভার্চুয়াল যৌনতায় ব্যক্তিজীবনে নেতিবাচক প্রভাব পড়ে!

0
469
ভার্চুয়াল যৌনতা

কিশোর, তরুন, যৌবন সব বয়সেই মানুষ ভার্চুয়াল যৌনতায় আকৃষ্ট হতে পারে। এবং এর ফলাফল কারো কারো জীবনে বয়ে আনতে পারে বিপর্যয়। চলুন জানার চেষ্টা করি মনোবিজ্ঞানি বিশেষজ্ঞরা ভার্চুয়াল যৌনতার বিষয়ে কি বলেনঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, অবিবাহিত কেউ এভাবে যৌনশক্তি ব্যবহার করলে তার বিবাহিত জীবনে অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা সৃষ্টি হয়। তবে কেবল অবিবাহিত জীবনেই নয়, বিবাহিত জীবনেও অনেকে এভাবে যৌনশক্তি ক্ষয় করে। দুটোই নেতিবাচক।

তিনি মনে করেন তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের ফলে এ বিষয় বেড়ে গেছে। ড. নজরুল ইসলাম বলেন, এখন মানুষের হাতে হাতে ইন্টারনেট সংযোগসহ স্মার্ট ফোন, ঘরে ঘরে ইন্টারনেট যুক্ত কম্পিউটারের সংখ্যাও কম নয়। এসবের ব্যবহার অত্যন্ত বেশি হওয়ায় এমনটি হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নেহাল করিম বলেন, সমাজে সব ধরণের উপাদানই আছে। কে সেটা কীভাবে নেবে, কীভাবে ব্যবহার করবে, তা ব্যক্তির ব্যক্তিগত ব্যাপার। তবে এভাবে যৌনতার কারণে সমাজ ক্ষতিগ্রস্থ হবে তা নিশ্চিত। তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে তিনি গুরুত্ব দেন। একইসঙ্গে এভাবে যৌনক্ষমতা ব্যবহার রোধে সংশ্লিষ্টদের জোরালো ভূমিকা গ্রহণ করা উচিৎ বলে মনে করেন ড. নেহাল করিম।

লেখাটি ভাললাগলে কিংবা উপকারে আসলে শেয়ার করে অপরকে জানান।

যৌনতার জানা-অজানা নানা বিষয়

বিঃ দ্রঃ গুরুত্বপূর্ণ হেলথ নিউজ ,টিপস ,তথ্য এবং মজার মজার রেসিপি নিয়মিত আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেজ বিডি হেলথ নিউজ এ ।

আরও পড়ুনঃ   যৌনতার জানা-অজানা নানা বিষয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − 3 =