বেকিং সোডা ক্যান্সার থেকে মুক্তি দিতে পারে

0
582
বেকিং সোডা
Baking Soda
লেবু এবং বেকিং সোডার মিশ্রণ দশ হাজার বার কিমোথিরাপির চেয়েও শক্তিশালী।
কিমোথিরাপির বিষম রকমের পার্শপ্রতিক্রিয়া আছে, কিন্তু লেবু এবং বেকিং সোডার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। এ মিশ্রণ শুধু ক্যন্চার কোষ ধ্বংশ করে। পক্ষান্তরে কিমোথিরাপি ভাল কোষগুলোও ধ্বংশ করে।সুতরাং যাদের এই মরণব্যধি ক্যান্চার আছে তারা বিসমিল্লাহ পড়ে শুরু করুন। এই মিশ্রণ ক্যান্সারের পাশাপাশি কিডনি ফেইলইর রোগীদের জন্যও সমানভাবে কার্যকর।
কি কি লাগবে:

১) চা চামচের ২ চামচ লেবুর রস (অবশ্যই অর্গানিক লেবু হতে হবে)।
২) আধা চা চামচ বেকিং সোডা।
৩) ৮ আউন্চ পানি।

নির্দেশনা:
১) প্রতিদিন ৪ বার করে খেতে হবে।
২) অর্গানিক লেবু হতে হবে, সাধারণ লেবুর চেয়ে এর গুণাগুন ১০০ বারেরও বেশি শক্তিশালী।
৩) বেকিং সোডা হতে হবে, বেকিং পাউডার নয়।
আরও পড়ুনঃ   নেশার ট্যাবলেট ইয়াবা প্রসঙ্গে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + six =