পাকা চুল কালো করার ঘরোয়া উপায়

0
1773
পাকা চুল কালো করার উপায়

অল্প বয়সে চুল পাকে অনেকের। কম বয়সে পাকা চুল বাড়িয়ে দেয় আপনার বয়স। তাই পাকা চুল কালো করতে কত কিছুই না করে থাকেন আপনি।

এই ‘মিরাকেল ড্রিংক’ দিনে তিন থেকে চার বার এক চা চামচ করে খাবার খাওয়ার আগে খেতে হবে। মাস তিনেকের মধ্যেই ফল পাবেন। আপনার সাদা চুলগুলো ন্যাচারালই কালো হয়ে যাবে।

আসুন তাহলে জেনে নেই কীভাবে তৈরি করতে হবে চুল কালো রাখার সেই ‘মিরাকেল ড্রিংক’।

উপকরণ

পাতি লেবু ৫টি, রসুন ৫টি (কোয়া ছাড়ানো), ১ কাপ মধু, ফ্ল্যাক্স সিডের তেল ১ কাপ। (তিশি তেল)

প্রণালী

সব কিছু এক সঙ্গে ব্লেন্ডারে দিয়ে দিন। লেবুর খোসা না ছাড়ালেও অসুবিধা নেই। মিশ্রণটি ঘন হয়ে এলে তা একটি কাঁচের জারে ঢেলে রাখুন। তারপর দিনে তিন থেকে চারবার এক চা চামচ করে খাওয়ার আগে খেতে হবে, মাস তিনেকের জন্য। তাহলেই কাজ হবে।

আরো পড়ুনঃ  ২ সপ্তাহে পাকা চুল কালো করুন কিংবা ফিরিয়ে আনুন হারানো চুল!

আরও পড়ুনঃ   আপনি জানেন কি শ্যাম্পু কোথায় আবিষ্কার হয় ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + 2 =