চেহারায় বয়সের ছাপ দূর করার সিক্রেট ফর্মূলা

0
1293
বয়সের ছাপ

বয়স কত ৩০ বা ৩৫? সারাদিনে কি খুব কাজের চাপ? পার্লার যাওয়ার সময় নেই পর্যপ্ত? আবার চেহারায় বয়সের ছাপ পড়তে শুরু করেছে? কি করা যায় তাই ভাবছেন তো?

না, সময় না পেলে বাইরে গিয়ে রূপচর্চা করতে হবে না। আবার নামীদামি ক্রিম কিনে অর্থ ব্যয় এর প্রয়োজন নেই। আপনার রান্নাঘরের অতি পরিচিত সামান্য কিছু উপাদান দিয়েই নিজেকে সুন্দর করে রাখতে পারবেন। ত্বকের জেল্লাকে ধরে রাখতে এই উপাদানটি বেশ কার্যকারী। এটি একটি ফেসপ্যাক তৈরির সিক্রেট ফর্মুলা। নিয়মিত এই ফেসপ্যাক ব্যবহারে দীর্ঘদিন অটুট থাকবে আপনার চেহারার তারুণ্য।

অ্যান্টি-এইজিং ফেসপ্যাকের উপাদানঃ

  • ২ টেবিল চামচ মিহি চালের গুঁড়ো (চাইলে ময়দা ব্যবহার করতে পারেন)
  • ১ চা চামচের ৩ ভাগের ১ ভাগ তাজা হলুদ গুঁড়ো বা বাটা
  • ৫ চা চামচ কাঁচা দুধ
  • গোলাপ জল ১ চা চামচ
  • শসার রস ১ চা চামচ
  • মধু ১ চা চামচ

মিশ্রণটি বানানোর পদ্ধতিঃ
প্রথমে একটি বাটিতে চালের গুঁড়ো বা ময়দা এবং হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন।
এরপর এতে শসার রস ও দুধ দিয়ে পেস্টের মত তৈরি করুন।
মুখ ভালো করে ধুয়ে নিন। এরপর এই মিশ্রণটি ভেজা মুখে আলতো ঘষে লাগান।
পুরোপুরি লাগানো হয়ে গেলে ১০ মিনিট রেখে দিন।
১০ মিনিট পর আঙুলের মাথা দিয়ে হালকা ঘষে তুলে নিন। এরপর মুখে মধু মাখিয়ে রাখুন।
১০ মিনিট পর হাল্কা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ মুছে নিয়ে প্রাকৃতিক গোলাপ জল লাগিয়ে নিন আলতো করে।
সপ্তাহে ৩/৪ বার এই ফেসপ্যাকটি ব্যবহার করুন। খুব ভালা কাজে আসবে।

আরও পড়ুনঃ   চেহারায় বয়সের ছাপ কমবে একটি প্যাকেই!

প্রতি মুহুর্তের খবর পেতে এখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন

লেখাটি ভাললাগলে কিংবা উপকারে আসলে শেয়ার করে অপরকে জানান।

বিঃ দ্রঃ গুরুত্বপূর্ণ হেলথ নিউজ ,টিপস ,তথ্য এবং মজার মজার রেসিপি নিয়মিত আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেজ বিডি হেলথ নিউজ এ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + seventeen =