গোলাপ যেমন সুন্দর তেমন রূপচর্চাতেও ভূমিকা অনেক। আর গোলাপের সুগন্ধযুক্ত সুগন্ধি যেমন জনপ্রিয় তেমনি বিভিন্ন প্রসাধনীতে গোলাপ একটি অত্যাবশ্যকীয় উপাদান।
সাজসজ্জাবিষয়ক ওয়েবসাইটে এই বিষয়ের উপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে রূপচর্চায় গোলাপ জলের নানান উপকারগুলো এখানে দেওয়া হল।
১. এটা ত্বকের আর্দ্র শুষ্কতা রোধ করে, আর্দ্রতা ধরে রাখে এবং পুনরুজ্জীবিত করে কোমল রাখতে সাহায্য করে।
২. এর আন্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের কোষকে শক্তিশালী করে এবং কোষকলা পুনরুজ্জীবিত করে বলিরেখা দূর করতে সাহায্য করে।
৩. এ র ময়েশ্চারাইজিং ও পুষ্টিকর উপাদান চুল ভালো রাখতে সাহায্য করে। তাছাড়া এটা মাথার ত্বকের খুশকি ও প্রদাহ কমাতে সাহায্য করে।
৪. আগে এটা চোখ পরিষ্কার করতে ও সুস্থ রাখতে ব্যবহার করা হত। এটা চোখের নিচের কালো দাগ ও ফোলাভাব দূর করতেও সাহায্য করে।
৫. অতিরিক্ত গরমের কারণে হওয়া ত্বকে ফুসকুড়ি দূর করতে এটা ভালো কাজ করে। রোদপোড়াভাব ও ফাঁটা ত্বকের সমস্যা দূর করতে গোলাপ জল ত্বকে স্প্রে করুন।
৬. নিয়মিত ব্যবহার করেন এমন ক্রিমে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিন। এটা ত্বক আর্দ্র রাখতে সাহায্য করবে।
৭. ত্বক পরিষ্কারক হিসেবেও গোলাপ জল ব্যবহার করতে পারেন। এটা ময়লা দূর করে ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করবে।
৮. গোলাপ জল ব্রণের সমস্যা দূর করতে ভালো কাজ করে। সমপরিমাণ লেবুর রস ও গোলাপ জল মিশিয়ে নিন। ত্বকে লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে নিন।
দুতিন সপ্তাহ নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করা হলে ত্বকের দাগ ও কালচেভাব অনেকটাই দূর হবে।
– বিডিনিউজ