কেটে গেলে কী করবেন?

0
1154
কেটে গেলে

ডা. সজল আশফাক:

ব্লেড, ছুরি, চাকু, ভাঙা গ্লাস কিংবা যেকোনো ধারালো বস্তু দিয়ে যেকোনো সময় হাত বা পা বা শরীরের বাইরে কোথাও কেটে যেতে পারে। এই জন্য রক্তপাত ঘটে। অনেকেই সেই রক্ত দেখে দিশেহারা হয়ে পড়েন। এতে রোগী অল্প সময়ে প্রচুর রক্তপাতের শিকার হয়। শরীর থেকে বেশি রক্ত বেরিয়ে গেলে তা বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তাই হাত-পা কেটে গেলে দ্রুত তার ব্যবস্থা নেওয়া উচিত।

কাটাস্থান থেকে ধীর গতিতে রক্ত বের হলে

  • কাটাস্থানটি তালু দিয়ে কিংবা দুআঙ্গুল দিয়ে চিমটির মতো করে চেপে ধরবেন।
  • কাটাস্থানটি যতটা সম্ভব উপরে তুলে ধরবেন, এতে সেই স্থানের রক্তচাপ কমে গিয়ে রক্ত পড়াও কমে যাবে।
  • এ সময়ে একটি পরিষ্কার কাপড় কিংবা জীবাণুমুক্ত গজ দিয়ে প্যাড তৈরি করে যত তাড়াতাড়ি সম্ভব কাটা স্থানের ওপর সেটা চেপে ধরতে হবে।
  • ক্ষতস্থানটি নাড়াচাড়া করা যাবে না। প্যাডটি রক্তে ভিজে গেলে তা না খুলে বরং তার ওপরে আরো গজ তুলা পেঁচিয়ে ব্যান্ডেজ করে রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব ধারের কাছের হাসপাতালে নিয়ে যেতে হবে।

লেখক : সহযোগী অধ্যাপক, হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ 

আরও পড়ুনঃ   পেট কমাবেন কীভাবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + three =