আর্সেনিক শুধু অভিসাপ নয়

0
259
আর্সেনিক,arsenic

আর্সেনিকের মধ্যেও প্রাণের জন্ম হতে পারে। মার্কিন বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় নতুন এ তথ্য পাওয়া গেছে। এর ফলে প্রাণের উৎপত্তি নিয়ে প্রচলিত ধারণা যেমন পাল্টে যেতে পারে তেমনি ভিনগ্রহে প্রাণের অসস্তিত্বের ব্যাপারে এটি নতুন করে আলোকপাত করতে পারে বলে বিজ্ঞানীরা আশা করছেন।
প্রচলিত ধারণা অনুযায়ী, প্রাণের অস্তিত্বের জন্য কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস ও সালফার এই ছয়টি রাসায়নিক উপাদান অপরিহার্য। কিন্তু নতুন পাওয়া তথ্যে দেখা গেছে বিষ হিসেবে পরিচিত আর্সেনিকের ওপর ভর করেই প্রাণের উন্মেষ সম্ভব। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলীয় মনো লেক থেকে কিছু পলি সংগ্রহ করে ওগুলো ল্যাবরেটরিতে আর্সেনিক রয়েছে এ রকম বোতলে রেখে দেয়ার পর সেখানে ব্যাক্টেরিয়া জন্মাতে দেখে নাসার এ্যাস্ট্রো বায়োলজিস্টরা অবাক হয়ে গেছেন। বিজ্ঞানী ফেলিসা উলফ সাইমন বলেন, ‘আমরা দেখতে পেয়েছি আর্সেনিকের মধ্যেই অণুজীব দেহের বিভিন্ন অংশ গড়ে নিয়েছে।’ আর্সেনিক দিয়েই ডিএনএসহ অনুজীবের দেহের বিভিন্ন অংশ গঠিত হয় বলে তাদের কাছে প্রতীয়মান হয়। গবেষণার ফল বৃহস্পতিবার সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে।-বিবিসি অনলাইন।

আরও পড়ুনঃ   ফাইলেরিয়া বা গোদ রোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × four =