১০০% ভেষজ সুস্বাস্থ্য বোমা! ওষুধের দোকান-ডাক্তার ভুলে যান

0
480
ভেষজ সুস্বাস্থ্য, ভেষজ ,সুস্বাস্থ্য

হাঁচতে-কাশতে মুড়িমুড়কির মতো নিজের ডাক্তারিতে ওষুধ কিনে খাওয়ার সময় অনেকেরই পার্শ্বপ্রতিক্রিয়ার খেয়াল থাকে না। আবার, ওষুধ না-পসন্দ হলেও রোগবালাইয়ের কারণে ডাক্তারের পরামর্শে রোজরোজ গাদাগুচ্ছের ওষুধ খেতে বাধ্য হন, এমন মানুষও কম নেই। এটা তো অস্বীকারের উপায় নেই, শরীর থাকলে, রোগও থাকবে।

কিন্তু, একটু স্বাস্থ্য-সচেতন হলে, অনায়াসে অসুখ ঠেকিয়ে রাখতে পারেন। সচেতন হওয়া মানে, আগাম সতর্কতা। তার জন্য একটি ভেষজ দাওয়াইয়ে আপনি ভরসা রাখতে পারেন। বলতে পারেন শরীরের রক্ষাকবচ। কবিরাজি শাস্ত্রে যদিও গুণাগুণ বিবেচনা করে একে বলা হয়েছে, ‘ভেষজ সুস্বাস্থ্য বোমা’।

কী এই সুস্বাস্থ্য বোমা? কয়েক’টি জিনিসের সুষম মিশ্রণ। যা আপনার ঘরেই পেয়ে যাবেন। খরচও অস্বাভাবিক কিছু নয়।

উপকরণ: দুটো পাতি লেবু। মাঝারি মাপের এক টুকরো আদা। ১৫০ গ্রাম খাঁটি মধু।

কী ভাবে বানাবেন: দুটো পাতিলেবু টুকরো টুকরো করে কেটে নিন। মাঝারি আদার একখণ্ড টুকরোকে কুচিকুচি করে কেটে নিন। একটি কাচের বোতলে টুকরো করে রাখা লেবু এবং আদার কুচি ঢেলে, তাতে ১৫০ গ্রাম মধু মেশান। এরপর কাচের ওই বোতলটির মুখ ভালো করে বন্ধ করে একদিন রেখে দিন। তাতে লেবুর রস বেরিয়ে এসে মিশ্রণটি মধু ও আদায় মিশে ভালো ভাবে জারিত হবে।

খাবেন কী ভাবে?

বড়রা রোজ টেবল চামচের দু-চামচ করে খান। বাচ্চাদের দিতে হবে সারাদিনে এক চামচ করে।

এই ম্যাজিক মিশ্রণটিকেই আপনার হেলথ টনিক বানিয়ে ফেলুন। শরীর থাকবে ফিট। আপনি থাকবেন চনমনে। বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।

সুস্থ থাকুন, ভালো থাকুন।

———-এই সময়

আরও পড়ুনঃ   সুস্বাস্থ্যের জন্য সেরা ১৫টি হেলথ টিপস!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =