সন্তান জন্ম দেয়ার পর ত্বক ঝুলে পড়লে

0
187
সন্তান জন্ম

সন্তান জন্ম দেয়ার পর মায়ের শরীরে অনেক পরিবর্তন ঘটে। পরিবর্তনের ছোঁয়া লাগে ত্বকের ওপরেও। স্ট্রেচ মার্কের পাশাপাশি ত্বক ঝুলে যাওয়ার একটি সমস্যা তৈরি হয়। তবে সন্তন জন্মের পর কিছু বিষয় মেনে চললে ঝুলেপড়া ত্বকের সমস্যার সমাধান করা যায়। সন্তান জন্ম দেয়ার পর ত্বকের ঝুলে পড়ার সমস্যা কমাতে ওজন কমানো শুরু করুন। তবে এ ক্ষেত্রে ধীরে ধীরে ওজন কমাতে হবে। প্রতি সপ্তাহে এক থেকে দুই পাউন্ড ওজন কমান। সন্তান জন্মের পর দ্রুত ওজন কমালে ত্বক ঠিক হওয়ার সুযোগ পায় না। দ্রুত ওজন কমানো মানে দ্রুত চর্বি ও পেশি হারানো। পেশি কমে গেলে ত্বক আরো বেশি ঝুলে পড়ে। টান টান ত্বকের জন্য পেশি প্রয়োজন। ব্যায়াম শুরু করুন। খুব ভারি কোনো ব্যায়াম করতে হবে তা কিন্তু নয়। খুব হালকা ধরনের ব্যায়াম করুন এ সময়। হাঁটতে পারেন বা সামান্য যোগব্যায়াম করতে পারেন। এতে ত্বকের ঝুলে যাওয়া ভাব অনেকটাই কমবে।

সন্তান জন্মের পর ঝুলে যাওয়া ত্বক টান টান করতে প্রতিদিনই তেল দিয়ে ম্যাসাজ করতে পারেন। ভালো ফলাফলের জন্য গোসলের আগে ম্যাসাজ করুন। এরপর হালকা গরম পানি দিয়ে গোসল করে নিন। তেল হিসেবে জলপাই বা নারকেল তেলকে বেছে নিতে পারেন। : টপ টেন হোম রেমেডি।

জন্ম নিয়ন্ত্রণের কুফল ও বিধান

আরও পড়ুনঃ   'গর্ভবতী মা চিত হয়ে ঘুমালে মৃত শিশু প্রসবের ঝুঁকি বেশি'

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + nine =