শীতকালে মুখ দিয়ে ধোঁয়া বের হয় কেন?

0
513
শীতকালে মুখ দিয়ে ধোঁয়া

দ্যাখ দ্যাখ… আমার মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে বলে হাঃ… করে ভেতর থেকে শ্বাস ছেড়ে দিতাম। আর তখনই বের হয় সাদা রঙয়ের ধোঁয়া জাতীয় কিছু। এধরনের প্রতিযোগিতা করতাম ছোটবেলায়। আর শীতে এধরনের মজা করেননি এমন মানুষ বুঝি খুব কম পাওয়া যাবে। দুয়ারে কড়া নাড়তে নাড়তে চলে এসেছে সেই মজার শীত। ষড়ঋতুর এই দেশে শীত আসে উৎসবের আমেজ নিয়ে। শীতের দিনে শিশির এবং কুয়াশার সাথে আমাদের সবার পরিচয় ঘটছে নতুন করে।

শীতের সকালে আমাদের মুখ দিয়ে ধোঁয়া বের হয়। কথা বললে বা ফুঁ দিলে মুখের সামনে ধোঁয়ায় ভরে যায়। শুধু যে আমাদের মুখ দিয়ে ধোঁয়া বের হয় তা নয় গরু, ছাগল, কুকুরের মুখ দিয়েও ধোঁয়া বের হয়। এখন জেনে নাও এমনটি কেন হয়।

শীতের সময় বাতাস খুব ঠাণ্ডা থাকে। এ সময় বাতাসে লক্ষ লক্ষ পানির কণা ভেসে বেড়ায়। বাতাসের তুলনায় আমাদের শরীরের তাপ তখন বেশি থাকে। কথা বলার সময় তাই মুখ দিয়ে গরম বাতাস বের হয়। মুখ দিয়ে বের হওয়া ওই বাতাস বাইরের ঠাণ্ডা পানিকণার সাথে মিশে ঘন পানিকণায় পরিণত হয়। এই ঘন পানিকণাগুলোকে তখন ধোঁয়ার মতো দেখায়।

এ জন্য মনে হয় নাক, মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আসলে এগুলো ধোঁয়া নয়, ঘন পানির কণা।

যেভাবে মজার হয়ে উঠবে শীতকাল!

সম্পাদনা: ইমন

আরও পড়ুনঃ   গর্ভাবস্থায় কত ঘণ্টা ঘুমানো জরুরি জানেন কী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + sixteen =