নতুন চুল গজাবে বেকিং সোডা-শ্যাম্পুতে!

0
1018
বেকিং সোডা-শ্যাম্পু

নগর জীবনে স্ট্রেস কিংবা দূষণের কমতি নেই একটুও। পাশপাশি আছে ভেজাল খাবার, খাওয়ায় অনিয়ম, ভীষণ ব্যস্ততা আরও কত কী! ফলাফল, অসময়ে চুল পড়ে যাওয়া। চুল পাতলা হতে হতে টাক পড়ে গেছে কতজনের, যদিও বংশে কারো মাথায় টাক নেই। চুল রুক্ষ হয়ে যাওয়া, পাতলা হয়ে যাওয়া, লালচে হওয়া কিংবা পড়ে যাওয়া- সকল সমস্যার সমাধান দেবে এই বেকিং সোডা শ্যাম্পু।

এই শ্যাম্পু তৈরি করতে খুবই সহজ, কিন্তু নিয়মিত ব্যবহারে চুলের সকল সমস্যার সমাধান দেবে একটি শ্যাম্পু। চুল পড়া তো বন্ধ হবেই, নতুন চুলও গজাবে সহজে। আপনার চুল অল্প কদিনেই হয়ে উঠবে স্বাস্থ্য উজ্জ্বল ও প্রাণবন্ত।

শহরের পানিতে থাকে প্রচুর পরিমাণে ক্লোরিন, ফলে চুল পড়েও খুব বেশি। বেকিং সোডা চুল থেকে সেই ক্লোরিনের প্রভাব কম করে, অন্যান্য দূষণও ধুয়ে পরিষ্কার করে ফেলে। চুলের ক্ষতি না করেই চুল পরিষ্কারের এরচেয়ে দারুণ পদ্ধতি আর হয় না!

যা লাগবে
বেকিং সোডা ১ টেবিল চামচ (বেকিং পাউডার কিন্তু নয়)
পানি ৬ টেবিল চামচ

ব্যবহার প্রণালি
-দুটি উপাদান মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পরিমাণ কাঁধ পর্যন্ত চুলের জন্য ঠিক আছে। এরপর একই পরিমাপে চুলের লম্বা অনুযায়ী বাড়িয়ে নেবেন।
-চুলের গোড়ায় আঙুল দিয়ে ঘষে ঘষে ভালো করে এই মিশ্রণ লাগিয়ে নিন। তারপর সম্পূর্ণ চুলে লাগিয়ে নিন।
-৩/৪ মিনিট রাখুন।
-তারপর কুসুম কুসুম উষ্ণ পানি দিয়ে ধুয়ে নিন। পানি খুবই হালকা গরম হবে। বাচ্চারা সইতে পারে, এমন কুসুম গরম।

রাসায়নিক শ্যাম্পু বাদ দিয়ে এই বেকিং সোডা শ্যাম্পু একবার ব্যবহার করেই দেখুন। চুলের পরিবর্তনে নিজেই চমকে যাবেন!

টিপস
ভালো বিদেশি কোম্পানির বেকিং সোডা ক্রয় করুন, অবশ্যই এক্সপায়ার ডেট দেখে নিয়ে।

তথ্য সূত্র
নিলুফার ইয়াসমিন (বিউটিশিয়ান ও অ্যারোমা থেরাপিস্ট)
রূপকথা’স বিউটি সিক্রেট

আরও পড়ুনঃ   আর নয় পাকা চুল ! জেনে নিন কিভাবে

আরও পড়ুনঃ এই ৪ সময়ে পানি খাওয়া জরুরি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =