নখের মধ্যেই লুকিয়ে রয়েছে ভয়ংকর রোগের লক্ষণ

0
474
নখে রোগের লক্ষণ

মানুষের হাত ও পায়ের নখের মধ্যেই লুকিয়ে রয়েছে মানবদেহের ৬টি রোগের লক্ষণ। তাই জেনে রাখা দরকার কোন লক্ষণে কেমন ভয়।

শুধু নিজের নয় পরিবারের অন্যান্যদের নখও নিয়মিত পরীক্ষা করে দেখা দরকার। তাহলে আগেই রোগ সম্পর্কে সচেতন হওয়া যায়। সময় মতো চিকিৎসকের কাছে যাওয়া যায়।

১। নখে সাদা দাগ— অনেকেরই নখে সাদা সাদা দাগ দেখা যায়। একটু দেখলেই নজরে পড়ে। এটি কিডনি রোগের লক্ষণ। শরীরে প্রোটিনের ঘাটতি হলে নখে এ ধরনের দাগ দেখা যায়।
২। নখে কালো দাগ— নখে হঠাৎ কালো রঙের দাগ ফুটে উঠলে সাবধান। এটা খুবই খারাপ লক্ষণ। এটি আসলে স্কিন ক্যান্সারের একটি লক্ষণ।
৩। ফ্যাকাসে হয়ে যাওয়া— নখের রং কতোটা গোলাপি হবে তা নির্ভর করে দেহের রক্তের পরিমাণের উপরে। নখের রং ফ্যাকাশে বা সাদা হয়ে গেলে বুঝতে হবে দেহে রক্তাল্পতা রয়েছে।
৪। ছোট ছোট গর্ত হওয়া— এটা সহজে চোখে পড়ে না। নেলপালিশ ব্যবহার করা হলে একেবারেই বোঝা যায় না। নখে এই লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
৫। নখে নীলচে ছোপ— এটা অত্যন্ত মারাত্মক লক্ষণ। নীল রঙের ছোপ মানে শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যাচ্ছে না। এ থেকে ফুসফুসের ইনফেকশন সহ হৃৎপিণ্ডের নানা সমস্যা হতে পারে।
৬। হলুদ ও মোটা হয়ে যাওয়া— নখের রং হলুদ, শক্ত ও মোটা হয়ে যায় বিশেষ ধরনের ছত্রাকের আক্রমণে। নখ থেকে এই ছত্রাক শরীরেও ছড়ায়।

আরও পড়ুনঃ   নখের ফাঙ্গাস সারানোর সবচেয়ে সহজ উপায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 5 =