দাগহীন ও উজ্জ্বল ত্বকের জন্য আলুর ফেসপ্যাক

0
448
দাগহীন,উজ্জ্বল, ত্বক,আলুর ফেসপ্যাক

বিবর্ণ ত্বকে জৌলুস ফিরিয়ে আনতে চাইলে আলুর রসের জুড়ি নেই। আলুর রস ও মধু দিয়ে তৈরি ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও দাগহীন।

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন আলুর ফেসপ্যাক

  • একটি আলু খোসা ছাড়িয়ে টুকরা করে নিন।
  • আলু বেটে ১ চা চামচ পানি মিশিয়ে ছেঁকে নিন।
  • ২ টেবিল চামচ আলুর রস একটি পাত্রে নিন।
  • ১ চা চামচ মধু মেশান।
  • মিশ্রণটি ব্রাশের সাহায্যে ত্বকে লাগান।
  • আধা ঘণ্টা অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
  • ত্বক মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

আলুর ফেসপ্যাক ব্যবহার করবেন কেন?

  • শুষ্ক ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে আলু। এটি ত্বক নরম ও কোমল করে।
  • সব ধরনের ত্বকেই কার্যকর আলুর রস।
  • আলুতে রয়েছে ভিটামিন এ, সি ও বি। এগুলো বলিরেখা দূর করে ত্বকের তারুণ্য ধরে রাখে।
  • আলুর অ্যাসিডিক উপাদান ব্রণের দাগসহ ত্বকের বিভিন্ন ধরনের দাগ দূর করে।
  • আলুতে থাকা এনজাইম প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করে।
  • মধুর প্রাকৃতিক ব্লিচিং উপাদান একই সঙ্গে ত্বক রাখে উজ্জ্বল ও সুন্দর।

তথ্য: দ্য ইন্ডিয়া স্পট

আরও পড়ুনঃ   ঈদের আগে ত্বকে ফিরিয়ে দিন উজ্জ্বলতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − six =