জেনে নিন, নখে সাদা দাগের কারণ কী?

0
499
নখে সাদা দাগ

হাতের নখই আপনার ব্যক্তিত্বের পরিচয়। নখের মধ্যে থাকে বেশ কিছু সাদা দাগ, যা অনেক সময়ই হয়ত আপনি উপেক্ষা করে যান। কিন্তু সেই সাদা দাগই বলে দেবে আপনার ভবিষ্যত। তবে, বিশ্বের বিভিন্ন দেশে নখের এই সাদা দাগ বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয়।

হাতের দিকে তাকালে একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন, নখে মাঝেমধ্যেই সাদা সাদা দাগ দেখা দেয়। কিন্তু কী কারণে নখে এমন সাদা দাগ দেখা দেয় জানেন? জেনে নিন কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

নখে সাদা দাগ কেন দেখা যায়, এর যে কারণ বেশিরভাগ মানুষ বিশ্বাস করে, তাহলো, মানুষ যখন ক্যালশিয়ামের ঘাটতির সমস্যায় ভোগেন, তখনই লক্ষ্মণস্বরূপ নখে এরকম সাদা সাদা দাগ দেখা দেয়।

কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নখে পাঙ্কটেট লিউকোনচিয়া দেখা দিলেই এমন সাদা দাগ দেখা দেয়। সাদা দাগ প্রথমে নখের শেষ ভাগ থেকে দেখা দিতে শুরু করে।

ক্রমশ তা সামনের দিকে দেখা যায়। তবে চিন্তার বিষয় হিসেবে তাঁরা জানাচ্ছেন, নখের সাদা দাগ যদি পুরো নখেই দেখা যায়, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন।

পুরো নখে সাদা দাগ ছড়িয়ে পড়ার কারণ, আপনার লিভারের সমস্যা, কিডনি ফেলিওর কিংবা হৃদরোগ দেখা দিতে পারে।

এ ছাড়া, রক্তে প্রোটিনের মাত্রা কমে গেলেও দেখা দিতে পারে এমন দাগ।

আরও পড়ুনঃ নখের ফাঙ্গাস সারানোর সবচেয়ে সহজ উপায়

আরও পড়ুনঃ   নখ সুন্দর ও নজরকাড়া করে তুলতে সহজ ১০ টি টিপস জেনে নিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + ten =