জিভে জল আনবে যে খাবার! (ভিডিও)

0
234
মাংসের চপ

মাংসের চপ বহু মানুষেরই অত্যন্ত প্রিয় খাবার। আসুন জেনে নেই সুস্বাদু মাংসের চপ বানানোর সহজ রেসিপিটি।

উপকরণ-

১। সেদ্ধ আলু- ১ কাপ
২। হাড় ছাড়া রান্না করা মাংস- ১ কাপ
৩। আদা-রসুন বাটা- দেড় চা চামচ
৪। গরম মশলা গুঁড়ো- আধা চা চামচ
৫। কাবাব মশলা- ১ চা চামচ
৬। পেঁয়াজ কুচি- ৩ টি
৭। মরিচ কুচি- ৩/ টি
৮। পাউরুটির পিস- প্রয়োজন মতো
৯। ডিম- ২ টি
১০। তেল- ভাজার জন্য পরিমাণমত
১১। লবণ- স্বাদমতো

তৈরিকরণ পদ্ধতি-

প্রথমে আলু পুরোপুরি সেদ্ধ করে পিষে নিন ভালো করে। এবং রান্না করা মাংস হাতে ঝুরি করে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিন। ১ টি ডিমের সাদা অংশ আলাদা করে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিন। এরপর একটি বড় বাটিতে পাউরুটি বাদে বাকি সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়েনিন। যদি অনেক নরম হয়ে যায় তাহলে পাউরুটি ছিঁড়ে ছোটো টুকরো করে মিশ্রণের নরমভাব কমাতে ব্যবহার করুন। যতোটা পাউরুটির প্রয়োজন ততোটা দিয়ে ভালো করে মাখিয়ে নিন।

এরপর হাতে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল বল তৈরি করে চেপে চপের আকার দিন। এভাবে সম্পূর্ণতা দিয়ে নিজের পছন্দের মতো আকারের চপ বানিয়ে নিন। একটি ফ্রাইংপ্যানে ডুবো তেল নয় আবার বেশি শুকনোও নয় এমন ভাবে তেলদিয়ে গরম করে নিন। এবং ফেটানো ডিমের সাদা অংশে চপগুলো ডুবিয়ে প্যানে দিয়ে হালকা থেকে মাঝারী আঁচে ভাজতে থাকুন।

একপাশ হয়ে গেলে অপর পাশ উল্টে একইভাবে লালচে করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে একটি কিচেন টিস্যুতে মুছে নিন চপগুলো। ব্যস, এবারে পরিবেশন করুন গরম গরম। এই রেসিপির সম্পূর্ণ ভিডিওটি দেখতে

আরও পড়ুনঃ   ঘুম ঘুম মধুভাত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + ten =