চোখের নিচের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

0
653
Black-spots-under-the-eyes

চোখের নিচের কালো দাগ দূর করার সহজ উপায়

চোখের নিচে বিভিন্ন কারণেই অনেকের কালো দাগ পড়ে থাকে। যে কারো জন্যই এই কালো দাগ খুবই বিরক্তিকর।

মূলত, খাওয়া-দাওয়ার অনিয়ম, অত্যধিক চিন্তা, উদ্বিগ্নতা, বিশেষ করে রাতে ঠিকমতো ঘুম না হওয়া। এ কারণে চোখের নিচে কালো দাগ পড়ে। এই দাগ দূর করা খুবই মুশকিল।

জেনে নিন ঘরোয়া কিছু উপায়ে খুব সহজেই এই দাগ দূর করার উপায়:

১. দুইটি চা চামচ ফ্রিজে রাখুন। চামচ ঠান্ডা হলে বালিশে শুয়ে চোখের ওপর চামচ দুইটি রাখুন। এতে দুটি সুফল আছে। একটি চোখের ক্লান্তি দূর করে এবং চোখের কালি দূর করতে সাহায্য করে।

২. চোখের নিচে কালো দাগ দূর করার জন্য কদম ফুলের পাপড়ি বেটে পাঁচ থেকে দশ মিনিট লাগিয়ে রাখুন। এতে অনেকটাই কালো দূর হয়ে যাবে। এটি না পেলে পুদিনাপাতা বা নিমপাতাও ব্যবহার করতে পারেন।

৩. চোখের চারপাশে বাদাম তেল দিয়ে ম্যাসাজ করতে পারেন এতে ভালো ও দ্রুত উপকার পাবেন।

৪. দুইটি তুলার বল শসার রসে ডুবিয়ে চোখের ওপর ১৫ মিনিট রাখুন। এতেও ভালো উপকার পাবেন।

৫. কাজু বাদাম বেটে চোখের নিচে লাগাতে হবে। ৩ থেকে ৪ দিন এই পেস্টটি ব্যবহার করলে কালো দাগ দূর হবে।

৬. দুইটি তুলার বল শসার রসে ডুবিয়ে চোখের ওপর ১৫ মিনিট রাখুন।

আরও পড়ুনঃ   অন্ধত্ব ঠেকাবে যে খাবার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 18 =