ঘরোয়া পদ্ধতিতে ক্লিঞ্জিং করার পরীক্ষিত উপায়!

0
252
ক্লিঞ্জিং

নিয়মিত ফেসিয়াল করলে, ত্বকের উজ্জ্বলতা ও রক্ত চলাচল স্বাভাবিক থাকে। কিন্তু খুব সহজে এই কাজ করা যায় কিনা, তা নিয়ে অনেকের থাকে বিভিন্ন প্রশ্ন।

তাই ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই কিভাবে ঘরোয়া ভাবে ফেসিয়াল করা যায় সে নিয়মগুলো নিম্নে দেয়া হল-

১. ক্লিঞ্জিং: ফেসিয়াল করার শুরুতে ক্লিঞ্জিং এর মাধ্যমে মুখ পরিষ্কার করে নিতে হবে। তাই, প্রথমে তুলো দিয়ে দুটি কটন বল বানিয়ে, ঠান্ডা দুধের মধ্যে তা ডুবিয়ে সারা মুখে আস্তে আস্তে ঘুরিয়ে পরিস্কার করে নিতে হবে। যাদের ড্রাই স্কিন, তারা দুধের মধ্যে শশার রস মিশিয়ে নিতে পারেন।

২. স্ক্রাবিং: ক্লিনজিং এর পর মুখ পরিষ্কার করে চালের গুঁড়ার সঙ্গে, মালটা/ লেবু বা কমলার খোসা দিয়ে মুখে ১ মিনিট আলতো করে ঘষে নিতে পারেন স্ক্রাবিং।

৩. টোনিং: অয়েলি ও ড্রাই স্কিনের আপুরা গোলাপ জলের সাথে লেবু ও শশার রস মিশিয়ে মুখে কিছুক্ষণ লাগিয়ে রেখে হালকা ম্যাসাজ করুন। তারপর পরিস্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪. ময়েশ্চারাইজিং: শুধু মাত্র মধু মুখে লাগিয়ে হালকা ম্যাসাজ দিয়ে সেরে ফেলুন ময়শ্চারাইজিং এর কাজ। সবশেষে ২ চামচ বেসন, ১ চা চামচ মধু, শশা ও লেবুর রস, ও গোলাপজল মিশিয়ে তৈরি করে নিন একটি ফেসপ্যাক। তারপর সারা মুখে লাগিয়ে, শুকালে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।

আরও পড়ুনঃ   অবাক হলেও সত্যি আলু আর রসুনের রূপচর্চায় মিলবে সুন্দর ত্বক!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + sixteen =