ঘরে বসেই তৈরি করুন গ্লো সিরাম

0
1015
গ্লো সিরাম

খুব সহজে আপনি গ্লো সিরাম তৈরি করতে পারেন, যা আপনার ত্বক আরো উজ্জ্বল ও প্রাণবন্ত করে তুলতে পারে। মাত্র এক মাস ব্যবহারে আপনি এর সুফল বুঝে উঠতে পারবেন। তাই জেনে নিন উজ্জ্বল ত্বক পাবার এই গোপন রহস্য।

প্রস্তুত প্রনালী:
১. দুই টেবিল চামচ এলোভেরা জেল

২. দুইটা ভিটামিন ই ক্যাপসুল

৩. দুইটা ভিটামিন এ ক্যাপসুল

৪. আধা চামচ গ্লিসারিন রোজওয়াটার( মেরিল গ্লিসারিন রোজওয়াটার)

অয়েলি স্কিন যাদের তারা কোনো চিন্তা ছাড়াই ই এবং এ ক্যাপসুল ইউজ করতে পারবেন।

সকল উপকরণ একসাথে মিশ্রণ করে একটি পাত্রে রাখুন। এটি ২ সপ্তাহ পর্যন্ত ভাল থাকবে, তাই সে পরিমাণ ই তৈরি করুন। ঠাণ্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এটি সবসময়।

সপ্তাহে তিনদিন লাগাবেন। লাগানোর আগে ফেইস ওয়াশ করে স্ক্রাব করবেন তারপর সিরাম লাগিয়ে ঘুমিয়ে পড়বেন। যাদের খুব অয়েলি স্কিন তারা দুটার বদলে একটা করে ক্যাপসুল ইউজ করবেন। আর এই সিরাম অনায়সে দুই সপ্তাহ ফ্রিজে স্টোর করে ইউজ করতে পারবেন। কোনো সমস্যা হবেনা।

আরও পড়ুনঃ   সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় নারকেল তেলের ২০টি জাদুকরী ব্যবহার জেনে নিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − thirteen =