কোন কোন রোগে কী কী ভেষজ ব্যবহার

0
907
ভেষজ

শরীর যখন আছে, রোগ তো বাসা বাঁধবেই। আর শরীরে অসুখ করলেই কি বেশি দামের সাইড এফেক্টওয়ালা অ্যালোপ্যাথি ওষুধ খেতে হবে! একদম নয়। সেই প্রাচীনকাল থেকেই ভেষজ ওষুধ ব্যবহার করা হয়। এতে রোগও যেমন সারে, তেমনই সাইড এফেক্টেরও ভয় নেই। হাতের কাছে কম দামে পাওয়াও যায়। তাই জেনে নিন, কোন কোন ভেষজে কী কী রোগ সারে। আপনার অনেক কাজে লাগবে।

বাতের রোগ, জ্বর- অশ্বগন্ধা পাতার মূল, বীজ।।
কাশি,অ্যাজমা, জ্বর- বাসক পাতা।।

শ্বাসকষ্ট-হরিতকি
হৃদরোগ- অর্জুন গাছের ছাল

আমাশয়, ডায়েরিয়া,অ্যানিমিয়া- আমলকি
চর্মরোগ, ক্রিমি, মধুমেহ-নিমগাছের পাতা

কোষ্ঠকাঠিন্য, ক্রিমিনাশক, জ্বর- ঘৃতকুমারী পাতারা শাঁস
স্মৃতিশক্তি বাড়াতে, মস্তিষ্ক বিকৃতি রুখতে- ব্রাহ্মীশাক

আমাশয়, ডায়েরিয়া, অ্যানিমিয়া-আমলকি
জ্বর, সর্দি কাশি, চোখের রোগ-তুলসী পাতা।

আরও পড়ুনঃ   রসুন ও মধু একসাথে খাওয়ার উপকারিতা জানেন কি ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − ten =