কানের ব্যাথায় মুহূর্তের মধ্যে ম্যাজিক করবে এই ৬ চমৎকারী উপাদান!

0
1345
কানের ব্যাথা
কানের ব্যাথা অনেক যন্ত্রণাদায়ক। আর নানা কারণে কানে তীব্র ব্যথা হতে পারে যেমন :- কানের ভেতরে ব্রণের সমস্যা, কানে পানি ঢোকা, ব্যাকটেরিয়ার আক্রমণ, ঠাণ্ডা, কানের কোনো রোগ, অ্যালার্জি, ফাঙ্গাস, দুর্ঘটনায় কানে ব্যথা পাওয়া ইত্যাদি। ব্যথার সময় ভুলেও কানে আঙুল কিংবা অন্য কোনো কিছু অথবা কটন বাড জাতীয় জিনিস ঢোকানো যাবে না। কানের ব্যথা কমাতে ঘরোয়া কিছু চিকিৎসা নিতে পারেন খুব সহজেই। এতে করে খুব দ্রুত কানের তীব্র ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি এতে কাজ না হয় তবে দ্রুত চিকিত্সকের শরণাপন্ন হতে হবে।
ডাক্তারের অপেক্ষায় না থেকে ঘরোয়া পদ্ধতিতেই চটজলদি সারিয়ে তুলুন কানের ব্যাথা। কিন্তু কীভাবে? তা জানতে হলে অংশ পড়ুন ।
নিম
নিমের মধ্যে অ্যান্টিবায়োটিক উপাদান রয়েছে যা সংক্রমণ দূর করতে সাহায্য করে। তাই নিম পাতা বেটে তার থেকে রস বের করে যদি ২ ফোঁটা কানে লাগানো যায় তবে ব্যথা পলকের মধ্যে উধাও হবে।
তুলসী
তুলসীর কয়েকটি পাতা থেঁতো করে নিয়ে তার থেকে রস বের করে নিন। কানে লাগান। প্রথমবারেই উপকার পাবেন। দিনে তিনবার ব্যবহার করলে ব্যখা শুরু হওয়ার সম্ভবনাই কম।
আদা
কানের ব্যথা উপশমে আদার জুরি মেলা ভার। আদা প্রাকৃতিক পেনকিলার। কানের ভিতরের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে ৩ ফোঁটা আদার রস কানে লাগান।ব্যথা উপশম হবে। এছাড়াও আদা থেঁতো করে তিলের তেলে ফুটিয়ে তেল কানের ভেতর দিতে পারেন, এতেও ভালো কাজ হয়।
পেঁয়াজ
কানের ব্যথা সারাতে পেঁয়াজের ব্যবহার বহুযুগ ধরে হয়ে আসছে। যে কানে ব্যথা পেঁয়াজের ৩ ফোঁটা রস সেই কানে লাগান। ব্যথা পালাতে বাধ্য। দিনে তিনবার ব্যবহার করলে ব্যখা শুরু হওয়ার সম্ভবনাই কম।
রসুন

রসুনের মধ্যে অ্য়ালার্জি প্রতিরোধক উপাদান রয়েছে। যার ফল রসুনের রস যদি কানে লাগাতে পারেন তাহলে কান সংক্রান্ত যে কোনও অ্যালার্জির থেকে মুক্তি পাবেন।

আরও পড়ুনঃ   ট্যারা চোখ একটি মারাত্মক সমস্যা

রসুনের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে | ফলে ব্যাকটেরিয়াল ইনফেকশন কমিয়ে দিতে সাহায্য করে | এছাড়াও এতি ইনফ্ল্যামেটরি এজেন্ট হিসেবেও কাজ করে এবং কানে জমে থাকা ময়লা সরিয়ে দেয় | এরফলে drainage of the fluids ঠিকমত হয় আর ব্যথা কমে যায়। ঠান্ডা লাগলে রসুনকে প্রতিষেধক হিসেবেও ব্যবহার করতে পারেন।

কী ভাবে ব্যাবহার করবেন :

দুভাবে ব্যবহার করা যায় –

১) রসুনের একটা কোয়া মিহি করে বেটে নিন। এরপর পরিষ্কার তুলোতে এই রসুন বাটা লাগিয়ে ছোট বলের আকারে তৈরুই করুন। এরপর এই তুলোর বল যে কানে ব্যথা করছে সেই কানে আলতো করে লাগিয়ে রাখুন। জোর করে বেশি গভীরে ঢোকানোর চেষ্টা করবেন না। এইভাবে ১৫ মিনিট রেখে বের করে নিন | দেখবেন ব্যথা অনেকেটাই কমে গেছে।

২) রসুনের তেল ব্যবহার করতে পারেন | ব্যথা কমানোর জন্য বহু যুগ ধরেই রসুন তেলের ব্যবহার হয়ে আসছে | আসুন দেখে নিন কী ভাবে এই রসুন তেল বানাবেন | একটা পরিষ্কার বাটিতে একটু সরষের তেল বা নারকেল তেল নিন | এরমধ্যে ৬টা রসুনের কোয়া দিয়ে তেলটা ফুটিয়ে নিন | এই তেলের রঙ যখন গাঢ হয়ে যাবে তখন আগুন থেকে নামিয়ে নিন | এই তেল এবার ঠান্ডা করে নিন | এরপর কানে দু ফোঁটা লাগিয়ে নিন | ব্যথা না কমলে ১৫ মিনিট পরে আবার এর পুনরাবৃত্তি করুন |

অলিভ অয়েল

কানের ব্যথা কমানোর জন্য অলিভ অয়েল খুব উপযোগী |এমনও দেখা গেছে একবার ব্যবহার করার পর আর কানে ব্যাথা হয় নি |

কী ভাবে ব্যবহার করবেন – তুলোয় লাগিয়ে কানে লাগিয়ে রাখতে পারেন | বা ড্রপারের সাহায্যে ২ থেকে ৩ ফোঁটা কানে দিয়ে দিন |

অলিভ অয়েলে আপনার কানের যন্ত্রণার স্থায়ী সমাধান করতে না পারলেও, ২-৩ ফোটা অলিভ অয়েলে সমস্যার সাময়িক সমাধান হয়ে যায়।
তবে মনে রাখবেন এগুলো ঘরোয়া টোটকা মাত্র | তাই যত তাড়াতাড়ি সম্ভব একজন ডাক্তারের(ইএনটি) পরামর্শ নিন |
আরো পড়ুন

লেখাটি ভাললাগলে কিংবা উপকারে আসলে শেয়ার করে অপরকে জানান।

আরও পড়ুনঃ   নাক ডাকার কারণ ও মুক্তির উপায়

বিঃ দ্রঃ গুরুত্বপূর্ণ হেলথ নিউজ ,টিপস ,তথ্য এবং মজার মজার রেসিপি নিয়মিত আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেজ বিডি হেলথ নিউজ এ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =