এপেন্ডিসাইটিস

0
905
এপেন্ডিসাইটিস,Appendicitis

এপেনডিসাইটিস হল- পেটের নিচে ডানদিকে বৃহদান্ত্রের সঙ্গে লাগানো আঙ্গুলের আকারের থলি, যাকে এপেনডিক্‌স বলে তাতে প্রদাহ বা ইনফ্লামেশন। প্রদাহিত এপেনডিক্‌স কখনো কখনো ফেটে গিয়ে পেরিটোনাইটিস হয়ে যায়।

লক্ষণঃ

প্রধান লক্ষণ হল পেটে একটানা ব্যথা, যেটা ক্রমশ বাড়তে থাকে। ব্যথাটা সাধারণতঃ নাভির চারদিকে থেকে শুরু হয়, কিছুক্ষণের মধ্যেই নাভির নিচে ও ডানদিকে সরে যায়। খিদে কমে যেতে পারে, কাশি, কোষ্ঠকাঠিণ্য বা অল্প জ্বর হতে পারে।
এপেনডিসাইটিস-এর জন্য পরীক্ষাঃ

রোগীকে কাশতে বলে দেখতে হবে পেটে তীব্র ব্যথা হয় কিনা। অথবা ধীরে ধীরে কুঁচকির একটু ওপরে জোরে চাপ দিন যতক্ষণ না একটু ব্যথা লাগে। তারপর চট করে হাতটা সরিয়ে নিন। তলপেটের বামদিকে সমানভাবে চাপদিলে পেটের মধ্যে নাড়িভুঁড়ি বাঁদিক থেকে সরে ডান দিকে যায়। যদি এর ফলে ডানদিকের তলপেটে একটা প্রচন্ড তীব্র ব্যথা অনুভূত হয় তাহলে সম্ভবতঃ এপেনডিসাইটিস হয়েছে বলে বুঝতে হবে।

যদি বামদিকে কুঁচকির ওপর চাপ দিলে ডানদিকে ব্যথা না হয়, তবে ডানদিকে কুঁচকির উপর একই পরীক্ষা করবেন।
চিকিৎসাঃ

এপেনডিসাইটিস হলে দেরী না করে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ অপারেশই এই রোগে চিকিৎসা।
**************************
লেখকঃ তানিয়া সুলতানা লাভলী
জেড· এইচ সিকদার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

আরও পড়ুনঃ   ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক নয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × four =